ব্রিজভূষণ শরণ সিংহ। —ফাইল চিত্র।
বিতর্কের মধ্যে পড়ে সর্বভারতীয় কুস্তি সংস্থা থেকে বিদায় নিচ্ছেন ব্রিজভূষণ শরণ সিংহ। এ বার তিনি জানালেন, সংস্থার আসন্ন নির্বাচনে তাঁর পরিবার থেকেও কেউ কোনও পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে একই সঙ্গে তাঁর দাবি, নির্বাচনে লড়ছে তাঁর গোষ্ঠী। গরিষ্ঠ সংখ্যক রাজ্য সংস্থার সমর্থন তাঁদের সঙ্গে রয়েছে। তাঁর দাবি, নির্বাচনে ২৫টির মধ্যে ২২টি সংস্থা তাঁদের সঙ্গে রয়েছে।
১২ অগস্ট কুস্তি সংস্থার নির্বাচন। বিজেপি সাংসদ তাঁর লোকজনদের বসাতে চাইছেন সংস্থায়। অভিযোগ উঠেছে, নিজের পরিবারের লোকেদেরই সংস্থায় এনে বসাচ্ছেন তিনি। যাতে ব-কলমে কুস্তি সংস্থার রাশ নিজের হাতে রাখা যায়। সোমবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। বিতর্কিত ব্রিজভূষণ কুস্তি সংস্থার দফতরে এসেছিলেন। ‘‘আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। ২২টি রাজ্য সংস্থা আমাদের সমর্থন করছে। মনোনয়ন জমা দিতে যাচ্ছে ওরা। আমার পরিবার থেকে কেউ প্রতিদ্বন্দ্বিতা করছে না। নির্বাচনটা হতে দিন। যারা জিতবে, তারা কাজ শুরু করবে।’’ সাংবাদিকদের বলে যান তিনি।