আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ শিলিগুড়ির যুবকের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
মনোজকুমার মজুমদার। নিজস্ব চিত্র।
ব্রাজিলে ৬৮ তম ওয়ার্ল্ড অ্যামেচার বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে যোগ দেবেন শিলিগুড়ির বাসিন্দা মনোজকুমার মজুমদার। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান ওয়েস্ট বেঙ্গল স্টেট বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন মনোজ নিজেও। সংগঠনের তরফে জানানো হয়েছে, ২০০৬ সালে মিস্টার বেঙ্গল, ২০০৮ সালে জুনিয়র ইন্ডিয়া খেতাব পান তিনি। ২০১১-২০১৪ সাল পর্যন্ত মিস্টার ইন্ডিয়া এবং মিস্টার এশিয়া হন। এ বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনি সফল হবেন বলে সংগঠনের কর্মকর্তারা আশাবাদী। সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বনাথ মালাকার জানান, ১২-১৬ নভেম্বর ব্রাজিলে চ্যাম্পিয়নশিপ হচ্ছে। ইন্ডিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ অ্যান্ড ফিটনেস ফেডারেশনের তরফে মনোজকে প্রতিযোগিতার জন্য ভারতীয় দলে বাছা হয়েছে। রাজ্য থেকে একমাত্র প্রতিযোগী তিনিই। সব মিলিয়ে ৬ জন প্রতিযোগী রয়েছেন। মহারাষ্ট্র থেকে রয়েছেন ৪ জন। দিল্লি থেকে সুযোগ পেয়েছেন ১জন। বডিবিল্ডিংয়ের ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা মিলছে না বলে এ দিন বিশ্বনাথবাবু এবং অন্যান্যরা অভিযোগ তুলেছেন। তিনি জানান, রাজ্য ক্রীড়া দফতরের কাছে সাহায্যের জন্য আবেদন করা হয়েছে। তবে এখনও সাড়া মেলেনি।
বিপর্যস্ত ক্লার্কদের পরামর্শ পন্টিংয়ের
নিজস্ব প্রতিবেদন
ভারতীয় উপমহাদেশে ক্রিকেটের নিজস্ব টেম্পোর সঙ্গে মানিয়ে নিতে না পারলে এশিয়ার মাঠে কোনও দিন সাফল্য পাবে না অস্ট্রেলিয়া। পাকিস্তানের কাছে ০-২ টেস্ট সিরিজ হারের চব্বিশ ঘণ্টা পর মাইকেল ক্লার্কদের এ রকমই পরামর্শ দিলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক পন্টিং তাঁর কলামে এ দিন লিখেছেন যে, ম্যাচের ছন্দ নিজেরা নির্ধারণ করতে না পারলে সাফল্য পাওয়া খুব কঠিন। বিশেষ করে উপমহাদেশের উইকেটে। পন্টিংয়ের ব্যাখ্যা, “গত গ্রীষ্মে অস্ট্রেলিয়া যে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করল, তার পিছনে কিন্তু রয়েছে ম্যাচের ছন্দ সেট করতে পারা। সেটা মিচেল জনসনের বোলিং হোক, ডেভিড ওয়ার্নারের ব্যাটিং হোক বা মাইকেল ক্লার্কের ক্যাপ্টেন্সি। আর তার চেয়েও বেশি, তাড়াতাড়ি উইকেট ফেলতে পারা। অস্ট্রেলিয়ার এই গতির সঙ্গে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা খাপ খাওয়াতেই পারেনি।” তা হলে পাকিস্তানের বিরুদ্ধে এই বিপর্যয় কেন? পন্টিং বলছেন, “আমিরশাহির স্লো পিচে অত দ্রুত ছন্দে খেললে হবে না। পাকিস্তান সেটারই ফায়দা তুলেছে। তবে উপমহাদেশে কী ভাবে খেলতে হয়, সেই সমাধানটা বোধহয় এখনও অস্ট্রেলিয়ার হাতের বাইরে। প্রথমে ভারত সফরে ০-৪ সিরিজ হার, তার পর পাকিস্তানের বিরুদ্ধে ০-২।”
দেল পিয়েরো বনাম আনেলকা আজ
এক দিকে আলেসান্দ্রো দেল পিয়েরো। উল্টোদিকে নিকোলাস আনেলকা। ইতালিয় বিশ্বকাপজয়ী স্ট্রাইকার বনাম ফরাসি বিশ্বকাপার এবং স্ট্রাইকার! যে যুদ্ধ ফুটবলপ্রেমীরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দেখে অভ্যস্ত, সেই দ্বৈরথই বুধবার দেখা যাবে ইন্ডিয়ান সুপার লিগে। হাইপ্রোফাইল দুই বিশ্বতারকা মুখোমুখি হবেন মুম্বইতে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। দিল্লির এমন খারাপ অবস্থা হলেও, শেষ ম্যাচ জিতে কিন্তু টুর্নামেন্টে নতুন জীবন পেয়েছে মুম্বই। সবথেকে বড় কথা মুম্বইয়ের মার্কি ফুটবলার নিকোলাস আনেলকা গোল পেয়েছেন। যিনি ফ্রি-কিক থেকে দুূর্দান্ত গোল করেন। মুম্বইয়ের বড় শক্তি তাঁদের রক্ষণ।
এখন শুমাখার
চিকিত্সার জন্য সপ্তাহে লেগে যাচ্ছে প্রায় দু’লক্ষ ডলার। কয়েক মুহূর্তের জন্য জ্ঞান ফিরলেও আবার ডুবে যাচ্ছেন অন্ধকারে। মেশিন-টিউব ইত্যাদি কৃত্রিম উপায়ে শ্বাস নেওয়ানো হচ্ছে, খাওয়ানো হচ্ছে। মিশায়েল শুমাখারের বন্ধুবান্ধব দুশ্চিন্তায়, তিনি বোধহয় আর সুস্থ হবেন না। স্কি-দুর্ঘটনার পর ছ’মাসেরও বেশি চিকিত্সাধীন ৪৫ বছরের ফর্মুলা ওয়ান কিংবদন্তি। ১৫ জনের বিশেষ স্টাফ তাঁর শুশ্রুষার দায়িত্বে আছে।
উন্মুক্ত মুম্বইয়ে
আইপিএল আটের জন্য রাজস্থান রয়্যালস থেকে উন্মুক্ত চন্দ এবং কলকাতা নাইট রাইডার্স থেকে বিনয় কুমারকে সই করাল মুম্বই ইন্ডিয়ান্স। গত মাসে আইপিএল ট্রেডিং উইন্ডো খোলার পর মাইকেল হাসি এবং প্রবীণ কুমারকে ছেড়ে দিয়েছিল মুম্বই। পরের নিলামে তাঁরা থাকতে পারেন। আইপিএল আটের দিনক্ষণও জানিয়ে দেওয়া হল এ দিন। ৮ এপ্রিল থেকে ২৪ মে ২০১৫ হবে আইপিএল আট।
হার দিয়ে শুরু
পারথে চার টেস্টের সিরিজ হার দিয়ে শুরু করল ভারতীয় হকি দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা হারল ০-৪। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলে ভারত কিছু সুযোগ তৈরি করতে পারলেও গোল আসেনি। ১৫তম মিনিটে প্রথম গোল করার পর আর ফিরে তাকাতে হয়নি অস্ট্রেলিয়াকে।
রাঠৌর-পুত্র
অলিম্পিকে রুপোজয়ী শু্যটার রাজ্যবর্ধন রাঠৌরের ছেলে মানবাদিত্য রাঠৌর সোনা জিতল এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপে। পুরুষদের জুনিয়র ট্র্যাপ বিভাগে সোনা পেল ১৫ বছরের মানবাদিত্য। ‘মাইলো’ নামে পরিচিত জুনিয়র রাঠৌরের এটাই আন্তর্জাতিক স্তরে সেরা সাফল্য।
পাক-পুরস্কার
কুড়ি বছর পর অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারানোর জন্য প্রচুর পুরস্কার পেতে চলেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, “দেশের জন্য এটা গর্বের সময়। ওরা দেশে ফিরলে আমার বাড়িতে ওদের নিমন্ত্রণ করব।” মিসবা উল হকরা আর্থিক পুরস্কার পাবেন বলেও বোর্ড সূত্রের খবর।
পণ্ড ডার্বি
বিপক্ষ সমর্থকের মাঠে ঢুকে পড়া, তাঁর সঙ্গে ফুটবলারের মারপিট, তার পর একটা টিমের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া, দশ জনের গ্রেফতার হওয়া সব মিলিয়ে ভেস্তে গেল তেল আভিভ ডার্বি। হাপোয়েল তেল আভিভের বিরুদ্ধে ২২ মিনিটে মাকাবি তেল আভিভের এক প্লেয়ার গোল করার পর ঝামেলা শুরু। সেই প্লেয়ার আগে হাপোয়েলে খেলতেন। গোল করার সঙ্গে সঙ্গে এক হাপোয়েল সমর্থক মাঠে ঢুকে পড়ে ফুটবলারকে আক্রমণ করতে যান। ফুটবলারটি পাল্টা লড়তে গেলে তাঁকেই মাঠ থেকে বের করে দেওয়া হয়। মেজাজ হারিয়ে নিজের টিমমেটদেরও মাঠ থেকে তুলে নেন প্লেয়ারটি। ততক্ষণে আরও সমর্থক মাঠে ঢুকে পড়ায় খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। পরে ম্যাচ শুরু হলেও দর্শকদের মাঠে ঢুকে পড়া আটকানো যায়নি বলে হাফটাইমেই ভেস্তে যায় ডার্বি।
বর্ণবিদ্বেষের বিরুদ্ধে
২০১৮ রাশিয়া বিশ্বকাপ নিয়ে কঠোর হচ্ছে ফিফা। ফিফা শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান ক্লডিও সুলসার এ দিন ঘোষণা করেন, দর্শকরা কোনও রকম বর্ণবিদ্বেষী ব্যবহার করলে তার শাস্তি পাবে রাশিয়া। চ্যাম্পিয়ন্স লিগে সিএসকেএ মস্কো বনাম ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচে দর্শকদের আক্রমণাত্মক ব্যবহারের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর।