অসুস্থ লারা স্থিতিশীল

হাসপাতাল থেকে টুইট করেছেন স্বয়ং লারাও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০১৯ ০৩:৪১
Share:

ছবি: এএফপি।

হঠাৎ বুকে ব্যথা হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাকে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্বকাপে বিশ্লেষকের কাজ করতে ভারতে আছেন লারা। ওয়েস্ট ইন্ডিজের বোর্ড টুইট করে কিংবদন্তি ক্রিকেটারের দ্রুত আরোগ্য কামনা করেছে।

Advertisement

হাসপাতাল থেকে টুইট করেছেন স্বয়ং লারাও। লিখেছেন, ‘‘আমি খুব ভাল আছি। কালই হোটেলের ঘরে ফিরে যাব।’’ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাঁর বার্তাও প্রকাশ করেছে। লারা বলেছেন, ‘‘জানি এখানে কী হচ্ছে জানার জন্য সবাই উদ্বেগে আছে। সকালে জিম করছিলাম। তখন বুকে ব্যথা হওয়ায় চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলি। আমাকে ওরা হাসপাতালে নিয়ে যায়। বুকে ব্যথাটা ছিলই। প্রচুর পরীক্ষাও হয়েছে।’’

মঙ্গলবার মুম্বইয়ের হাসপাতালে শুয়ে লারা ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচও দেখেছেন। যা নিয়ে তিনি মজাও করেছেন।

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement