KKR

কেকেআর-এর সহকারী কোচ হলেন নাইটদেরই প্রাক্তন তারকা

রিকি পন্টিংয়ের সহকারী হিসাবে দেখা যেতে পারে তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ১৪:২৮
Share:

নতুন সহকারী কোচের নাম জানিয়ে দিয়েছে নাইটরা। ছবি: এএফপি।

আইপিএল-এর প্রথম সংস্করণের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স-এর হয়ে কথা বলেছিল তাঁর ব্যাট। বিধ্বংসী ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ব্রেন্ডন ম্যাকালাম ফিরে এলেন তাঁর পুরনো ক্লাবে। তবে ক্রিকেটার হিসেবে নয়, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়কের ভূমিকা বদলে যাচ্ছে কেকেআর শিবিরে। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচ হিসেবে ম্যাকালামকে দেখা যাবে নতুন মরসুমে।

Advertisement

সম্প্রতি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন ম্যাকালাম। ব্যাট-প্যাড তুলে রাখার পরে কোচিংকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন এই প্রাক্তন কিউয়ি ক্রিকেটার। কেকেআর-এর প্রাক্তন সহকারী কোচ সাইমন ক্যাটিচের বদলে দলের সঙ্গে যুক্ত হলেন ম্যাকালাম। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্স দলের হেড কোচ হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। এই দলেরও হেড কোচ ছিলেন ক্যাটিচ। অস্ট্রেলিয়ান কোচের পরিবর্তে কিউয়ি কোচ দায়িত্ব নিচ্ছেন দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজিতে।

আরও পড়ুন: ব্যাটিং ধরন দেখে বিরাটকে চিনতেই পারলেন না রোহিত!

Advertisement

নিউজিল্যান্ডের হয়ে ১০১টি টেস্ট ম্যাচ খেলেছেন ম্যাকালাম। ব্যাট হাতে তাঁর সংগ্রহ ৬,৪৫৩ রান। ২৬০টি ওয়ানডে-তে তাঁর রান ৬,০৮৩। স্ট্রাইক রেট ৯৬.৩৭। মারকুটে ব্যাটসম্যান হিসেবে ম্যাকালামের পরিচিতি রয়েছে। সেই কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের টি টোয়েন্টি লিগে ম্যাকালামকে পাওয়ার জন্য মরিয়া থাকে ফ্র্যাঞ্চাইজিগুলো। কেকেআর আগেই জানিয়ে দিয়েছিল, হেড কোচ জাক কালিস এবং সহকারী কোচ ক্যাটিচকে ছেড়ে দেওয়া হচ্ছে। সহকারী কোচ হিসেবে ম্যাকালামকে নিয়োগ করা হলেও হেড কোচের নাম এখনও জানায়নি কেকেআর। শোনা যাচ্ছে, রিকি পন্টিংকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে দলের তরফে কিছু বলা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement