ফ্রান্সের নিসে জঙ্গিহানার ঘটনার পর সাম্বার দেশের নিরাপত্তা আরও আঁটোসাটো করা হয়েছে। ব্রাজিলের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মিচেল তেমের শুক্রবার রাতেই একটি জরুরি বৈঠক ডাকেন দেশের গোয়েন্দা প্রধান এবং ক্যাবিনেট সদস্যদের নিয়ে। এই বৈঠকের পর গোয়েন্দা প্রধান সার্জিও এতচেগোয়েন জানিয়েছেন, দেশের নিরাপত্তা আরও জোরদার করতে চেক পয়েন্ট, ব্যারিকেডের সংখ্যা বাড়াতে হবে। কড়া হাতে ট্রাফিক ব্যবস্থাও নিয়ন্ত্রণ করতে হবে। পুলিশ এবং সেনা মিলিয়ে মোট পঁচাশি হাজার নিরাপত্তারক্ষী থাকছে অলিম্পিক্সের সময়।