এ বার সবুজ-মেরুন জার্সি পরে আইএসএল খেলবেন ইনম্যান। -ফাইল চিত্র।
এটিকে-মোহনবাগানে এলেন ব্র্যাডেন ইনম্যান। গত মরসুমে অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব ব্রিসবেন রোয়ারের হয়ে খেলেছেন মাঝমাঠের এই ফুটবলার। রোয়ারের জার্সিতে ২৫ ম্যাচ খেলে গোল করেছেন চারটি।
সোমবার ব্রিসবেন রোয়ার ক্লাবের টুইটার হ্যান্ডলে ইনম্যানের ট্রান্সফারের কথা জানানো হয়েছে। কত টাকার বিনিময়ে তাঁকে রোয়ার থেকে এটিকে-মোহনবাগানে আনা হল, সেই বিষয়ে কিছু জানা যায়নি।
এটিকে-মোহনবাগানের সপ্তম বিদেশি ফুটবলার তিনি। তাঁর আগে ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা, এডু গার্সিয়া, জাভি হার্নান্দেজ, তিরি, কার্ল ম্যাকহিউকে সই করানো হয়েছে। মাঝমাঠের সৃজনশীল ফুটবলার ইনম্যান। ইংল্যান্ডের নিউ ক্যাসল ইউনাইটেডের অ্যাকাডেমি থেকে তাঁর উত্থান।
আরও পড়ুন: আম্পায়ারের ‘ওয়ান শর্ট’ রানের সিদ্ধান্তে শুরু বিতর্ক
ইংল্যান্ডের একাধিক লোয়ার ডিভিশন ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। স্কটল্যান্ড যুব দলের হয়েও প্রতিনিধিত্ব করেন তিনি। এ বার আসছেন আইএসএল খেলতে। ইনম্যানের অন্তর্ভুক্তিতে এটিকে-মোহনবাগানের মাঝমাঠ আরও শক্তিশালী হল। কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাসের হাতেও বাড়ল অস্ত্র।