সচিনকে বিজেন্দ্রর নিমন্ত্রণ

সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করে তাঁকে নিমন্ত্রণ করলেন বক্সার বিজেন্দ্র সিংহ। কেন হঠাৎ সচিনকে নিমন্ত্রণ? আসলে বিজেন্দ্র চান তাঁর খেলা সামনে বসে দেখুক ভারতীয় ক্রিকেটের সেরা নাম। ডব্লুবিও এশিয়া টাইটেলের লড়াইয়ে ইতিমধ্যে চারটি ম্যাচ জিতে এ বার ঘরের মাটিতে নামছেন বিজেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ১৮:২১
Share:

সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করে তাঁকে নিমন্ত্রণ করলেন বক্সার বিজেন্দ্র সিংহ। কেন হঠাৎ সচিনকে নিমন্ত্রণ? আসলে বিজেন্দ্র চান তাঁর খেলা সামনে বসে দেখুক ভারতীয় ক্রিকেটের সেরা নাম। ডব্লুবিও এশিয়া টাইটেলের লড়াইয়ে ইতিমধ্যে চারটি ম্যাচ জিতে এ বার ঘরের মাটিতে নামছেন বিজেন্দ্র। আর তিনি সেই প্রতিযোগিতায় নামতে চান সচিনের সামনে। বেজিং অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী বক্সার সচিনের বড় ভক্ত। এ দিন গুরগাঁওয়ে সচিনের সঙ্গে দেখা করেন বিজেন্দ্র। এবং সচিনকে তাঁর বাউট দেখার জন্য নিমন্ত্রণ করেন। ১১ জুন দিল্লিতে হবে এই প্রতিযোগিতা। আধ ঘণ্টার সাক্ষাতে সচিন বিজেন্দ্রর কাছ থেকে জেনে নেন খেলার খুটিনাটি। তার পর বিজেন্দ্র বলেন, ‘‘সচিনের মতো একজন ভারতীয় ক্রীড়ার লেজেন্ডের সঙ্গে দেখা করা, কথা বলা যে কোনও খেলোয়াড়ের জন্য বিশাল প্রাপ্তি। আমার জন্য তাঁর গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে সময় বের করেছিলেন। আমি ওঁকে আমার খেলায় আসার জন্য অনুরোধ করেছি।’’

Advertisement

তবে বিজেন্দ্রকে সব থেকে বেশি উচ্ছ্বসিত করেছে সচিনের বক্সিং নিয়ে জ্ঞ্যান। বলেন, ‘‘আমার এটা ভেবে ভাল লাগছে সচিন বক্সিং দেখেন। আমার কাছে উনি জানতে চান প্রো বক্সিংয়ে ট্রেনিংয়ের বিষয়ে। আমার কেরিয়ার দেখে খুশি সচিন। তাঁর সঙ্গে দেখা করে আত্মবিশ্বাস বেড়়ে গিয়েছে। ভবিষ্যতেও যা কাজে লাগবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement