Cricket

কবে ফিরবেন মাঠে, আশার কথা শোনালেন না ভুবি

স্পোর্টস হার্নিয়ায় ভুগছেন ভুবি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকরা তা ধরতে পারেননি। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ১৯:৫৫
Share:

কবে ফিরবেন জানা নেই ভুবির। —ফাইল চিত্র।

চোট সারিয়ে ভারতের নীল জার্সিতে কবে ফিরবেন ভুবনেশ্বর কুমার? দেশের হয়ে বল হাতে ফেরার দিনক্ষণ জানা নেই ভুবনেশ্বর কুমারের। রবিবার এক সাংবাদিক বৈঠকে তা জানিয়ে দিয়েছেন ভুবি।

Advertisement

তবে কি আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন এই জোরে বোলার? ভুবনেশ্বর কুমার বলছেন, ‘‘টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও ন’ মাস বাকি। আমার উদ্দেশ্য একটাই। আর তা হল ফিট হতে হবে। কিন্তু, কবে পুরোদস্তুর ফিট হয়ে উঠব তা জানি না।’’

স্পোর্টস হার্নিয়ায় ভুগছেন ভুবি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকরা তা ধরতে পারেননি।

Advertisement

আরও পড়ুন: মেয়েকে আরতি করতে দেখে রাগে টিভি ভেঙেছিলেন আফ্রিদি!

অস্ত্রোপচারই একমাত্র উপায়। কিন্তু অস্ত্রোপচার করে কবে মাঠে ফিরতে পারবেন তা অনিশ্চিত। ভুবি বলছেন, ‘‘চোট আঘাত হতাশা বাড়ায় ঠিকই কিন্তু আমি ভেঙে পড়িনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমি ছন্দেই ছিলাম। আমি নিজের সেরা ছন্দে ফিরতে চাই।’’ সেই চেনা ছন্দ কবে ফিরে পাবেন তা নিয়েই তো অনিশ্চয়তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement