Bhuvneshwar Kumar

তিনি কি সত্যিই টেস্ট খেলতে চান না? টুইট করে কী জানালেন ভুবনেশ্বর কুমার

বিশ্ব টেস্ট ফাইনাল বা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ, কোনও দলেই নেওয়া হয়নি ভুবনেশ্বরকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মে ২০২১ ২০:০৫
Share:

ভুবনেশ্বর কুমার। ফাইল ছবি

টেস্ট খেলতে তিনি আর আগ্রহী নন। তাঁর যাবতীয় ধ্যান এখন সীমিত ওভারের ক্রিকেটের দিকেই। শনিবার সকাল থেকে ভুবনেশ্বর কুমারের সম্পর্কে এমন খবর ছড়িয়ে পড়ার পরেই শোরগোল পড়েছিল। বিকেলের দিকে তাঁর জবাব দিলেন ভুবনেশ্বর। সেই সঙ্গে ঘুরিয়ে কটাক্ষ করলেন সাংবাদিকদেরও।

Advertisement

বিশ্ব টেস্ট ফাইনাল বা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ, কোনও দলেই নেওয়া হয়নি ভুবনেশ্বরকে। ইংল্যান্ডের মতো সুইং পরিবেশে ভুবনেশ্বরের বোলিং কাজে লাগত বলে অনেকেরই মত। তাই দল নির্বাচনের পর প্রশ্নও তুলেছিলেন অনেকে। ভুবির টেস্ট না খেলার খবরে অবাকও হয়েছিলেন তাঁরা।

তবে টুইটারে ভুবি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট খেলতে চাই না বলে সকাল থেকে কিছু খবর কানে এসেছে। সবার সামনে ব্যাখ্যা করে দিতে চাই, দলে নির্বাচিত হই বা না হই, তিন ফরম্যাটে খেলার জন্যেই বরাবর নিজেকে প্রস্তুত করেছি। ভবিষ্যতেও সেটাই করব’। এরপরেই ভুবি সাংবাদিকদের পরামর্শ দিয়ে লিখেছেন, ‘শুধুমাত্র সূত্রের কথার উপর অনুমান করে কিছু লিখবেন না’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement