উল্লাস: চলতি প্রতিযোগিতায় প্রথম গোল সুনীলের। আইএসএল
শাপমুক্তি! এই মরসুমে আইএসএলের চতুর্থ ম্যাচে জয়ের সরণিতে ফিরল বেঙ্গালুরু এফসি। গোল পেলেন সুনীল ছেত্রীও।
গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। কিন্তু এ বার ঘরের মাঠে প্রথম ম্যাচেই নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে আটকে গিয়েছিলেন সুনীলেরা। গোয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া করেছেন তাঁরা। তৃতীয় ম্যাচে ছবিটা বদলায়নি। টানা তিন ম্যাচে ড্রয়ের ধাক্কা কাটিয়ে রবিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিলেন বেঙ্গালুরুর ফুটবলারেরা। ম্যাচের ১২ মিনিটে সুনীলের দুরন্ত হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দু’মিনিট পরেই এরিক পার্তালুর গোলে এগিয়ে যায় গত বারের চ্যাম্পিয়নেরা। ২৫ মিনিটে গোল করেন সুনীল। তবে ৭৫ মিনিটে মাথা গরম করে লাল কার্ড দেখেন তিনি। ৭১ মিনিটে নিশু কুমারকে তুলে সেমবই হাওকিপকে নামান বেঙ্গালুরু কোচ কার্লেস কুদ্রাত। ৮৪ মিনিটে গোল করেই গুরুদক্ষিণা দেন তিনি।
সুনীলদের দুরন্ত জয়ের রাতে লিগ টেবলের ছবিটাও বদলে গেল। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল বেঙ্গালুরু। ৪ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়িন সবার শেষে। হতাশায় রবিবার রাতেই পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন কোচ জন গ্রেগরি।