Karate

ডুমুরজলার মেয়ে ব্রোঞ্জ পেলেন বার্মিংহামে, আফসোস রয়ে গেল সোনা না জেতায়

দু’বছর আগে হায়দরাবাদ যান ঐশ্বর্য। সেখানে গিয়ে প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি। রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় দু’টি সোনার পদক রয়েছে তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৪
Share:

পদক হাতে ডুমুরজলা কলাবাগানের ঐশ্বর্য মান্না। —নিজস্ব চিত্র

কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেলেন হাওড়ার ঐশ্বর্য মান্না। ইংল্যান্ডের বার্মিংহামে আয়োজিত এই প্রতিযোগিতায় পদক জেতেন তিনি। ঐশ্বর্যর আফসোস রয়ে গেল সোনা না পাওয়ার জন্য।

Advertisement

ডুমুরজলা কলাবাগান লেনে বাড়ি ঐশ্বর্যর। শনিবার বাড়ি ফিরেছেন তিনি। খুশি ঐশ্বর্যর পরিবারের সবাই। তাঁর বাবা চঞ্চল মান্না বললেন, “পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলগুলোতে মেয়েদের আত্মরক্ষায় মার্শাল আর্ট শেখানোর নির্দেশ দিয়েছিলেন। সেই সময় ক্লাস সিক্সে পড়ত ঐশ্বর্য। স্কুলেই ক্যারাটে শেখার শুরু। তার পর আরও ভাল কোচিং নিয়ে সাফল্য আসতে থাকে।”

দু’বছর আগে হায়দরাবাদ যান ঐশ্বর্য। সেখানে গিয়ে প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি। রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় দু’টি সোনার পদক রয়েছে তাঁর। ঐশ্বর্য বলেন, “এই প্রথম আন্তর্জাতিক স্তরে ২১ বছর বয়সের নীচের বিভাগের প্রতিযোগিতায় পদক পেলাম। তবে অনুশীলনে হয়তো কিছু খামতি ছিল, তাই সোনার পদকটা হল না।”

Advertisement

সেই খামতি কাটিয়ে জাকার্তায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চান ঐশ্বর্য। সেখানে সোনার পদক পাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement