শুক্রবার থেকে শুরু বাংলার শিবির ফাইল চিত্র
শুক্রবার থেকেই রঞ্জি ট্রফির জন্য প্রস্তুতি শিবির শুরু করছে বাংলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ভি ভি এস লক্ষ্মণের তত্ত্বাবধানে ৩২ জনকে নিয়ে শুরু হচ্ছে এই শিবির। নির্বাচিতদের তালিকায় নাম থাকলেও চোট থাকায় এই শিবিরে আপাতত থাকছেন না মনোজ তিওয়ারি। তবে আছেন ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, ঈশান পোড়েলরা।
সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস বলেন, ‘‘মনোজের চোট থাকায় আপাতত শিবিরে যোগ দেবেন না তিনি। সুস্থ হলেই অনুশীলন শুরু করবেন বাংলার প্রাক্তন অধিনায়ক।’’ মনোজ জানান, ‘‘মরসুমের শুরু থেকেই বাঁ হাঁটুতে চোট আছে আমার। সেটা বেড়েছে। তাই আমাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। চোট সারিয়ে অনুশীলনে ফিরব আমি।’’
বাংলা দল: অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তিওয়ারি, মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বামী, অভিষেক রমন, ঈশান পোড়েল, কৌশিক ঘোষ, কাজি জুনেদ সইফি, ঋত্বিক রায়চৌধুরি, শুভম চট্টোপাধ্যায়, বিবেক সিংহ, শাহবাজ আহমেদ, অর্ণব নন্দী, সুদীপ ঘরামি, মুকেশ কুমার, আকাশ দীপ, নীলকণ্ঠ দাস, অরিত্র চট্টোপাধ্যায়, সন্দীপন দাস, মহম্মদ কাইফ, কাইফ আহমেদ, সুমিত মহন্ত, ঋত্বিক চট্টোপাধ্যায়, শুভঙ্কর বল, প্রয়াস রায়বর্মন, শ্রেয়ান চক্রবর্তী, সুজিত যাদব, সুমন্ত গুপ্ত।