Ayushi Podder

Ayushi Poddar: বিশ্বকাপ দলে আয়ুষি, চিন্তা রাইফেল সমস্যা

কলকাতা থেকে ভিসার জন্য কোনও ‘অ্যাপয়েন্টমেন্ট স্লট’ না পেয়ে হায়দরাবাদ থেকে ভিসার আবেদন করার সিদ্ধান্ত নেন আয়ুষি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ০৭:২৩
Share:

উদ্বিগ্ন: সময় মতো ভিসা পাওয়া নিয়ে চিন্তায় আয়ুষি। ফাইল চিত্র

আগামী মাসের শেষের দিকে বাকু শুটিং বিশ্বকাপে অংশগ্রহণকারী ভারতীয় দলে তিনি সুযোগ পেয়েছেন। কিন্তু তা সত্ত্বেও উদ্বেগে রয়েছেন বাংলার প্রতিশ্রুতিমান শুটার আয়ুষি পোদ্দার। কারণ তাঁর
রাইফেলের সমস্যা।

Advertisement

মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পোজিশন ট্রায়ালে সেরা হয়ে ভারতীয় দলে সুযোগ পান আয়ুষি। কিন্তু এর পর থেকেই তাঁর রাইফেলে সমস্যা দেখা দেয়। রাইফেলের নলে সমস্যা হওয়ার কারণে গুলি ঠিকমতো নিশানায় লাগছে না। আয়ুষির বাবা এবং তাঁর ব্যক্তিগত কোচ পঙ্কজ পোদ্দার বলছিলেন, ‘‘রাইফেলটি সুইৎজ়ারল্যান্ডের একটি কোম্পানির তৈরি। তাই ঠিক করতে ওখানেই যেতে হবে। ওদের আমরা সমস্যার কথা জানানোর পরে আমাদের ২ মে সুইৎজ়ারল্যান্ডে যেতে বলেছে। কিন্তু সমস্যা হয়ে গিয়েছে ভিসা।’’

কলকাতা থেকে ভিসার জন্য কোনও ‘অ্যাপয়েন্টমেন্ট স্লট’ না পেয়ে হায়দরাবাদ থেকে ভিসার আবেদন করার সিদ্ধান্ত নেন আয়ুষি। সেই মতো বাবা ও মেয়ে মঙ্গলবার বিকেলে হায়দরাবাদ পৌঁছে গিয়েছেন। কিন্তু তাঁরা চিন্তায় আছেন সময় মতো ভিসা পাওয়া নিয়ে। পঙ্কজবাবু বলছিলেন, ‘‘আমরা শুটিং ফেডারেশনকে পুরো ব্যাপারটা জানিয়েছি। ওদের তরফ থেকে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ বার যদি বিদেশ মন্ত্রক সাহায্য করে, তা হলে হয়তো ভিসা তাড়াতাড়ি পেয়ে যাব।’’ সব কিছু ঠিক থাকলে ৩০ তারিখই সুইৎজ়ারল্যান্ড চলে যেতে পারেন আয়ুষি। সঙ্গে থাকবেন তাঁর কোচ গগন নারাং। যাঁর অ্যাকাডেমিতে এখন ট্রেনিং করেন আয়ুষি।

Advertisement

জুনিয়র শুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপে জোড়া রুপো পাওয়া আয়ুষি এ বারই প্রথম সিনিয়র বিশ্বকাপে নামতে চলেছেন। যে বিশ্বকাপের জন্য খুব তাড়াতাড়ি জাতীয় শিবিরও শুরু হতে চলেছে। সময় মতো রাইফেল ঠিক করে আনতে না পারলে শিবিরেও যোগ দিতে পারবেন না আয়ুষি। যা তাঁর প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাবে। সমস্যাটা কোথায়? আয়ুষির মন্তব্য, ‘‘এই রাইফেল থেকে ছুড়লে একটা গুলি দশ পয়েন্ট আনল তো পরেরটা নয়। অথচ একই ভাবে গুলি ছোড়া হয়েছে। রাইফেলের ব্যারেলে একটা সমস্যা হচ্ছে।’’

প্রতিভাবান এই শুটারের এখন একটাই প্রার্থনা। ঠিক সময়ে যেন তাঁর রাইফেলটা ঠিক হয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement