রোয়ার দৃকপ্রিয়া পাল ছবি: টুইটার থেকে।
রোয়িং-এ জাতীয় চ্যাম্পিয়নশিপে রুপো জিতেই অঘটন। অজ্ঞান হয়ে জলের মধ্যে পড়ে যান বাংলার কিশোরী দৃকপ্রিয়া পাল। সঙ্গে সঙ্গে এক লাইফগার্ড তাঁকে উদ্ধার না করলে খারাপ কোনও ঘটনা ঘটতে পারত। তবে তা হয়নি। সুস্থ রয়েছেন কিশোরী।
রবিবার মহারাষ্ট্রের পুণেতে জুনিয়র জাতীয় রোয়িং প্রতিযোগিতায় রুপো জেতেন ১৬ বছরের দৃকপ্রিয়া। প্রতিযোগিতা শেষ হওয়ার পরেই ঘটে ঘটনাটি। হঠাৎ নৌকা থেকে জলে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত লাইফগার্ড কনভ কাটিয়াল সেখানে ঝাঁপ দেন। দৃকপ্রিয়াকে টেনে নৌকায় তোলেন তিনি। কিছু ক্ষণ চিকিৎসার পরে সুস্থ হয়ে ওঠেন কিশোরী।
কিন্তু কী হয়েছিল দৃকপ্রিয়ার?
সুস্থ হওয়ার পরে কিশোরী বলেন, ‘‘আমার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, যা এই ক্যাটেগরির জন্য কম। আমাকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। শরীরের উপর বেশি প্রভাব পড়ে। প্রতিযোগিতা শেষ হওয়ার পরে হঠাৎ চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায়। জ্ঞান হারিয়ে ফেলি। তার পর আর কিছু মনে নেই। আমার প্রাণ বাঁচানোর জন্য লাইফগার্ডকে অনেক ধন্যবাদ।’’
এই প্রসঙ্গে কনভ জানিয়েছেন, তাঁদের এই মুহূর্তের জন্যই প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি শুধু নিজের দায়িত্ব পালন করেছেন। দৃকপ্রিয়াকে জল থেকে তোলার পরে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন বলেও জানিয়েছেন কনভ।