অর্জুনদের সংবর্ধনা

বাংলার এ বারের দুই অর্জুন সৌম্যজিৎ ঘোষ (টেবল টেনিস), সৌরভ কোঠারিকে (বিলিয়ার্ডস) শনিবার সংবর্ধনা দিল বেঙ্গল অলিম্পিক সংস্থা। সৌম্যজিৎ বলেন, ‘‘অলিম্পিক্সের পর খুব হতাশ হয়ে পড়েছিলাম। এই সংবর্ধনা পাওয়াটা তাই অক্সিজেন পাওয়ার মতো। যেন দ্বিতীয় জীবন পেলাম বলে মনে হচ্ছে।’’

Advertisement
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৩:২৭
Share:

বাংলার এ বারের দুই অর্জুন সৌম্যজিৎ ঘোষ (টেবল টেনিস), সৌরভ কোঠারিকে (বিলিয়ার্ডস) শনিবার সংবর্ধনা দিল বেঙ্গল অলিম্পিক সংস্থা। সৌম্যজিৎ বলেন, ‘‘অলিম্পিক্সের পর খুব হতাশ হয়ে পড়েছিলাম। এই সংবর্ধনা পাওয়াটা তাই অক্সিজেন পাওয়ার মতো। যেন দ্বিতীয় জীবন পেলাম বলে মনে হচ্ছে।’’ রিও অলিম্পিক্সে ভারতীয় টেবল টেনিস খেলোয়াড়রা প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন। দেশের হয়ে খেলতে চলে যাওয়ায় সংবর্ধনায় আসতে পারেননি ফুটবলার সুব্রত পাল। ছবি: শঙ্কর নাগ দাস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement