কবে মাঠে ফিরবেন অভিমন্যু, তা নিয়ে সংশয়। -ফাইল চিত্র।
কোভিড আক্রান্ত বাংলার গত মরসুমের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। প্রি সিজনে যোগ দিতে দেরাদুন থেকে কলকাতায় এসেছিলেন তিনি। তাঁর বাধ্যতামূলক কোভিড পরীক্ষা করা হয় এবং সেই পরীক্ষাতেই ধরা পড়ে তিনি কোভিড আক্রান্ত।
যদিও তাঁর মধ্যে কোনও উপসর্গ নেই। তবে এই রিপোর্ট আসার পরে তাঁকে কোয়রান্টিনে রাখা হয়েছে। সিএবির মেডিক্যাল প্যানেলের তত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর।
সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস এক বিবৃতিতে অভিমন্যুর করোনা হওয়ার কথা জানিয়েছেন। ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলার টি টোয়েন্টি চ্যালেঞ্জ। তা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: আইএফএ শিল্ডে নেই বায়ো সিকিওর বাব্ল, নেই দুই প্রধান, কেন জরুরী এই সুরক্ষা বলয়
এই টুর্নামেন্টে অংশ নেবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, কালীঘাট, টাউন, তপন মেমোরিয়াল ও কাস্টমস ক্লাব। অভিমন্যু রয়েছেন ইস্টবেঙ্গলে। কিন্তু করোনা ধরা পড়ায় কবে তিনি খেলবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।