আম্পায়ারের প্রতি দুর্ব্যবহারের জন্য বিতর্কের কেন্দ্রে শুভমন। ছবি: পিটিআই।
রঞ্জি ট্রফির ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়ানোর জন্য শুভমন গিলের কড়া শাস্তি চাইছেন বিষেণ সিংহ বেদি।
শুক্রবার নয়াদিল্লির আই.এস. বিন্দ্রা স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে রঞ্জির ম্যাচে পঞ্জাবের ওপেনার শুভমন গিল আউট হয়েও ক্রিজ ছাড়তে চাননি। বরং আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত তাঁর আউটের সিদ্ধান্ত ফিরিয়ে নেন আম্পায়ার। যার ফলে প্রতিবাদ জানায় দিল্লি। ১০ মিনিট বন্ধ থাকার পর ম্যাচ রেফারির হস্তক্ষেপে শুরু হয় খেলা।
কিংবদন্তি বেদি চান আম্পায়ারের প্রতি এই দুর্ব্যবহারের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক শুভমনের। তাঁর কথায়, “এই ধরনের বাজে আচরণ কোনও ভাবেই ক্ষমার যোগ্য নয়। তার উপর ও আবার ভারত এ দলের অধিনায়ক। একজন ক্রিকেটার যত প্রতিভাবানই হোক না কেন, কেউই ক্রিকেটের চেয়ে বড় নয়। উদাহরণ রাখা তাই দরকার। আরও ভারসাম্যযুক্ত কারওর উচিত ভারত এ দলকে নেতৃত্ব দেওয়া।”