বিসিসিআই। ছবি: পিটিআই।
জাতীয় ডোপ বিরোধী সংস্থার (নাডা) অতীতের কাজকর্মে ভুলভ্রান্তি ছিল। এই অভিযোগ সামনে এনে নাডার কর্মপদ্ধতি ও আধিকারিকদের মেনে নিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। গত কয়েক দিন ধরে এমন সম্ভাবনাই জোরাল হচ্ছিল। শোনা যাচ্ছিল আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে সোমবার এ কথাই জানিয়ে দেবেন ভারতীয় বোর্ডের কর্তারা।
কিন্তু কার্যক্ষেত্রে হল তার উল্টোটাই। এ দিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ছ’মাস নাডার সঙ্গেই কাজ করবে তারা। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সঙ্গে এ দিন ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত কর্তা ও উপদেষ্টাদের কমিটির বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পরে বোর্ডের তরফে জানানো হয়, ‘‘এটা আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড ও নাডার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি। এই চুক্তি অনুযায়ী, আগামী ছ’মাস নাডার সঙ্গেই কাজ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সময়ে বোর্ডের নথিবদ্ধ ক্রিকেটারদের ডোপ পরীক্ষার নমুনা নাডার পরীক্ষাগারেই যাবে। ছ’মাস পরে ওদের কাজে যদি আমরা সন্তুষ্ট না হই, তা হলে চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না।’’
এত দিন পর্যন্ত বোর্ডের নথিবদ্ধ ক্রিকেটারদের ডোপ পরীক্ষার নমুনা ওয়াডার পরীক্ষাগারেই পাঠানো হচ্ছিল। নতুন এই চুক্তির ফলে নাডার পরীক্ষাগারেই আপাতত যাবে নমুনা। যদিও বোর্ডের পক্ষ থেকে এ দিন রাত পর্যন্ত নাডাকে নতুন নিয়ম সম্পর্কে কিছু জানানো হয়নি বলে খবর। নাডার ডিরেক্টর জেনারেল নবীন আগরওয়াল জানিয়েছেন, ‘‘এখনও পর্যন্ত বোর্ড সরকারি ভাবে কিছু জানায়নি। কাজেই তারা সরকারি ভাবে কিছু না জানালে এ ব্যাপারে কোনও মন্তব্য করা যাবে না।’’
যদিও বোর্ডেরই একটি সূত্র জানাচ্ছে, বৈঠকে নাডার অতীত কাজকর্ম নিয়ে আলোকপাত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বলেন, ‘‘আমরা জানিয়েছি, নাডার অতীত ভুল ও আধিকারিকদের নিয়ে সন্তুষ্ট নয় বোর্ড। কারণ আমাদের বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনির মতো তারকাদের নিয়ে চলতে হয়। তাই নাডার উপর পুরোপুরি বিশ্বাস করা যায় না।’’
পাশাপাশি এ দিন বৈঠকে ২০২১ সালের বিশ্ব টি-টোয়েন্টি ও ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেট আয়োজন নিয়ে নিয়ে দেড়শো কোটি টাকার কর ছাড় নিয়েও আলোচনা হয়। বৈঠকে বোর্ডের তরফ থেকে আইসিসি-কে বলা হয়েছে, ‘‘লোকসভা নির্বাচনের পরে নতুন সরকার কাজ শুরু করলে এ ব্যাপারে আবেদন করা হবে।’’