Sports

অবশেষে ডিআরএসে রাজি বিসিসিআই, চালু ইংল্যান্ড সিরিজ থেকেই

শেষ পর্যন্ত ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস-এ সম্মতি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী টেস্ট সিরিজে পরীক্ষামূলক ভাবে ডিআরএস চালু হবে বলে জানিয়েছে বিসিসিআই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ১৪:৪৬
Share:

ডিআরএসের দাবিতে। ছবি: গেটি ইমেজেস।

শেষ পর্যন্ত ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস-এ সম্মতি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী টেস্ট সিরিজে পরীক্ষামূলক ভাবে ডিআরএস চালু হবে বলে জানিয়েছে বিসিসিআই।

Advertisement

এত দিন যা এ দেশের ক্রিকেটে ছিল ব্রাত্য, সেই ডিআরএস-কে যে অদূর ভবিষ্যতে শর্তসাপেক্ষে ব্যবহার করা হবে, তার ইঙ্গিত কয়েক দিন আগেই দিয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর। শর্তটা ছিল, এলবিডব্লিউ-র সিদ্ধান্তে হক আই ব্যবহার করা যাবে না। এই প্রযুক্তি নিখুঁত নয় বলে যুক্তি ছিল বিসিসিআই-এর। শুক্রবার অনুরাগ দাবি করেন, “এলবিডব্লিউ নিয়ে আমাদের সব সুপারিশই আইসিসি মেনে নিয়েছে। আগে যে পদ্ধতি ব্যবহার হত এটা তার চেয়ে অনেক উন্নত। ইংল্যান্ডের বিরুদ্ধে পরীক্ষামূলক ভাবে ডিআরএস চালু হবে। ফলাফল বিচার করে পরবর্তী সিরিজের বিষয়ে সিদ্ধান্ত নেব আমরা।”

ডিআরএস চালু নিয়ে বিসিসিআইয়ের উপর প্রথম থেকে চাপ দিয়ে এসেছে আইসিসি। অন্য সব দেশ মেনে নিলেও বিশেষ কিছু ত্রুটির কথা বলে তা চালু করেনি বিসিসিআই। আইসিসির নিয়মানুয়ায়ী দ্বিপাক্ষিক সিরিজে দুই দেশের বোর্ড রাজি হলে তবেই চালু হত এই রিভিউ ব্যবস্থা। ভারত এই প্রথম কোনও দ্বিপাক্ষিক সিরিজে ডিআরএসে সম্মতি জানালো। তবে এর আগে ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ওয়ানডে এবং ২০১১ সালে ইংল্যান্ডেরই বিরুদ্ধে একটি টেস্টে ডিআরএসে রাজি হয়েছিল ভারত। তবে এগুলি সবই ছিল আইসিসি ইভেন্ট।

Advertisement

বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “এর আগে অপারেটরের সামান্য ভুলে হক আই এলবিডব্লিউয়ের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিত। এখনকার ব্যবস্থায় অপারেটরের উপর নির্ভরতা অনেকটা কমায় ভুলের সম্ভাবনাও কমেছে।” এ ক্ষেত্রে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির সাহায্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন:
ডিআরএসের দিকে এ বার ঝুঁকছে ভারত, আপত্তি চার দিনের টেস্টে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement