2020 Tokyo Olympics

অলিম্পিক্সে মেরি, সিন্ধুদের সাহায্য করতে ১০ কোটি টাকা দিচ্ছে সৌরভের বোর্ড

টোকিয়ো অলিম্পিক্সের আগেই ভারতীয় ক্রীড়াবিদদের জন্য সুখবর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ২০:০২
Share:

মেরি, সিন্ধুদের সাহায্য করলেন সৌরভরা।

কিছুদিন পরেই শুরু হতে চলেছে টোকিয়ো অলিম্পিক্স। তার আগেই ভারতীয় ক্রীড়াবিদদের জন্য সুখবর। ভারতীয় ক্রীড়াবিদদের প্রস্তুতি এবং প্রচারের জন্য ১০ কোটি টাকা সাহায্য করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রবিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

বোর্ড সূত্রে জানা গিয়েছে, ২.৫ কোটি টাকা ক্রীড়াবিদদের প্রস্তুতির জন্য দেওয়া হবে। বাকি ৭.৫ কোটি বাণিজ্যিক প্রচার এবং বিপণনের জন্য দেওয়া হবে। বিসিসিআই-এর এই সিদ্ধান্তে ক্রীড়াবিদদের মধ্যে খুশির হাওয়া। কী ভাবে বাকি ক’দিন অলিম্পিক্সের প্রস্তুতি নেবেন তা নিয়ে অনেকে চিন্তায় ছিলেন। এই সিদ্ধান্তের পরে সমস্যা থাকল না।

উল্লেখ্য, কিছুদিন আগেই জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া সুইডেনের উপসাল্লায় গিয়ে অনুশীলনের অনুমতি পেয়েছেন। সেখানে থাকা-খাওয়া, কোচের বেতন বাবদ ৩৪.৮৭ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। কুস্তিগীর বজরং পুনিয়া রাশিয়ার ভ্লাদিকাভকাজে গিয়ে অনুশীলন করবেন। তাঁর জন্য অনুমোদিত হয়েছে ২.০৪ লক্ষ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement