Virat Kohli

বিরাট-রোহিত সম্পর্কের ফাটল জুড়তে উদ্যোগী বোর্ড

গত কয়েকদিন ধরেই দুই তারকা ক্রিকেটারের  সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে প্রবল চর্চা হচ্ছে। দু’ জনের সম্পর্ক নিয়ে চিন্তিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১৬:৫৫
Share:

রোহিত-কোহালির সম্পর্ক জুড়তে উদ্যোগী হল বোর্ড। ছবি: এপি।

ভারত অধিনায়ক বিরাট কোহালি ও রোহিত শর্মার সম্পর্কে চিড় ধরেছে। গত কয়েকদিন ধরেই দুই তারকা ক্রিকেটারের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে প্রবল চর্চা হচ্ছে। দু’ জনের সম্পর্ক নিয়ে চিন্তিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও। এর মধ্যেই খবর, বিসিসিআই-এর সিইও রাহুল জোহরি পরের সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাচ্ছেন। সেখানেই দুই তারকার সঙ্গে কথা বলবেন জোহরি।

Advertisement

৩ অগস্ট থেকে শুরু হচ্ছে ভারতের ক্যারিবিয়ান সফর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দু’টি টি টোয়েন্টি ম্যাচ হবে ফ্লোরিডায়। তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। টি টোয়েন্টি সিরিজ চলাকালীনই জোহরি হয়তো কথা বলবেন কোহালি ও রোহিতের সঙ্গে। সেই সময়ে হাজির থাকতে পারেন ভারতের হেড কোচ রবি শাস্ত্রীও। সোমবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য সোমবার রাতে উড়ে যাচ্ছে ভারত। তার আগে সাংবাদিক বৈঠক করে কোহালি আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে উৎসাহ প্রকাশ করেন।

আরও পড়ুন: টেস্ট বিশ্বকাপের ফাইনাল ড্র বা টাই হলেও কি সুপার ওভার? নিয়ম ঘোষণা করল আইসিসি

Advertisement

রোহিত ও কোহালির সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় বিশ্বকাপের পরেই। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেই ভারতের সাজঘরের গোপন তথ্য প্রকাশ্যে এসেছিল সংবাদমাধ্যমে। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত মেগা টুর্নামেন্ট চলাকালীন ভারতীয় দল দু’ ভাগে বিভক্ত ছিল। একটি দল বিরাট কোহালির অনুগত। অন্য দলটি রোহিত শর্মার পক্ষে। বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্ট চলাকালীন দুটো দলে ‘টিম’ ভাগ হয়ে যাওয়া ভাল ভাবে নেয়নি বোর্ড। এ বার মার্কিন মুলুকে কোহালি ও রোহিতের সঙ্গে কথা বলে দুই তারকা ক্রিকেটারের মধ্যে তৈরি হওয়া সম্পর্কের বরফ গলাতে চায় বিসিসিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement