BCCI

হু হু করে বাড়ছে করোনা, জুলাইয়ে অনিশ্চিত ভারতের শ্রীলঙ্কা সফর

সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছিলেন জুলাই মাসে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ খেলতে শ্রীলঙ্কা যাবে ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২১ ১৩:৪৪
Share:

শ্রীলঙ্কা সফর নিয়ে চিন্তায় বিসিসিআই ফাইল চিত্র

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ ও টি২০ সিরিজ খেলতে যাবে ভারত। তবে শ্রীলঙ্কায় বাড়তে থাকা কোভিড আক্রান্তের সংখ্যা চিন্তায় রাখছে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের। মঙ্গলবার কলম্বোতে ২৫৬৮ জন আক্রান্ত হয়েছেন করোনায়।

Advertisement

এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছিলেন জুলাই মাসে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ খেলতে শ্রীলঙ্কা যাবে ভারত। কোভিডের কথা মাথায় রেখেই প্রেমদাসা স্টেডিয়ামেই ছ’টি হতে পারে বলে জানা যাচ্ছে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তা অর্জুন ডি সিলভা বলেন, ‘‘আমরা একটা স্টেডিয়ামেই সব ম্যাচ করার কথা ভাবছি। আমরা ঠিক করেছি প্রেমদাসা স্টেডিয়ামেই সমস্ত ম্যাচ হবে। তবে পুরোটাই নির্ভর করছে সেইসময় পরিস্থিতি কেমন থাকে তার ওপর।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement