BCCI

খালি ৩ নির্বাচকের পদ, আগ্রহীদের আবেদন জানাতে আহ্বান বোর্ডের

দেবাং গাঁধী, শরনদীপ সিংহ ও যতীন পরাঞ্জপের জায়গায় তিন নতুন জাতীয় নির্বাচক চাইছে বিসিসিআই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২০ ১৭:৫৩
Share:

১৫ নভেম্বরের মধ্যে আবেদন পত্র জমা দিতে বলেছে বিসিসিআই। ছবি টুইটার থেকে নেওয়া।

৩ জাতীয় নির্বাচকের পদে আগ্রহীদের আবেদন জানাতে বলল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ১৫ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement

জানা গিয়েছে, নতুন নির্বাচকদের অন্তত ৭ টেস্ট বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ বা ১০ ওয়ানডে ও ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। অন্তত ৫ বছর আগে তাঁকে ক্রিকেটকে বিদায় জানাতে হবে। আর বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে।

দেবাং গাঁধী, শরনদীপ সিংহ ও যতীন পরাঞ্জপের জায়গায় তিন নতুন জাতীয় নির্বাচক চাইছে বিসিসিআই। এই ত্রয়ী অবশ্য সদ্য অস্ট্রেলিয়া সফরের জন্য তিন ফরম্যাটেই দল বেছেছিলেন। এই মুহূর্তে জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান হলেন সুনীল জোশী। অপর নির্বাচক হলেন হরবিন্দর সিংহ। সুনীল যোশী ও হরবিন্দর সিংহকে নির্বাচক হিসেবে নিয়োগ করেছিল মদন লালের নেতৃত্বে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি। চলতি বছর মার্চে এমএসকে প্রসাদ ও গগন খোড়ার জায়গায় নির্বাচকমণ্ডলীতে এসেছিলেন তাঁরা। নতুন যাঁরা নির্বাচক হবেন, তাঁরা সুনীল জোশীর নেতৃত্বেই কাজ করবেন।

Advertisement

আরও পড়ুন: খুলছে দরজা, ওভালে ভারত-অস্ট্রেলিয়া দিনরাতের টেস্টে থাকবেন ২৭ হাজার দর্শক​

আরও পড়ুন: ‘আমার কাছে বিশ্বকাপ ফাইনালের পরেই আইপিএল ফাইনাল’​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement