হরমনপ্রীত কৌর এবং মিতালি রাজ।
ফের মাঠে নামার সুযোগ মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌরদের সামনে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের মহিলা দল ঘোষিত হল। প্রায় এক বছর পর আগামী মার্চে মাঠে নামছেন ঝুলনরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫টি একদিনের ম্যাচ এবং ৩টি টি২০ ম্যাচ খেলবে ভারত।
দল থেকে বাদ পড়েছেন একতা বিস্ত, অনুজা পাটিল, ভেদা কৃষ্ণমূর্তি, তানিয়া ভাটিয়া, শিখা পান্ডের মত পরিচিতরা। তাঁদের বদলে জাতীয় দলে অভিষেক ঘটতে চলেছে সি প্রত্যুষা, যশতিকা ভাটিয়া, আয়ুষী সোনি, শ্বেতা ভর্মা ও মনিকা পটেলের। একদিনের দলে মিতালি রাজ ও টি২০ দলে হরমনপ্রিত কৌর অধিনায়কত্ব করবেন।
৭ মার্চ থেকে ১৭ মার্চ একদিনের ম্যাচগুলি খেলা হবে। টি-টোয়েন্টি ম্যাচগুলি হবে ২০ মার্চ থেকে ২৩ মার্চ।
দেশের জার্সি গায়ে শেষ বারের মত ভারতীয় মহিলা দলকে দেখা গিয়েছিল ২০২০ সালের মার্চ মাসে টি২০ বিশ্বকাপ ফাইনালে। প্রায় এক বছর পর ২২ গজে ফিরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কতটা জ্বলে উঠতে পারেন মিতালি, হরমনপ্রীতরা, তা সময়ই বলে দেবে।