CAC

ক্রিকেট উপদেষ্টা কমিটি গঠন করল বোর্ড, কারা রয়েছেন এই কমিটিতে

স্বার্থের সঙ্ঘাত নিয়ে ওঠা প্রশ্নের জেরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি থেকে পদত্যাগ করেন কপিল দেব।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ১৯:২৩
Share:

ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্যদের নাম জানিয়ে দিল বোর্ড।

ক্রিকেট উপদেষ্টা কমিটির তিন সদস্যের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সিএসি-তে রয়েছেন ভারতের প্রাক্তন কোচ মদনলাল, প্রাক্তন বোলার আরপি সিংহ ও মহিলা ক্রিকেটার সুলক্ষণা নায়েক।

Advertisement

এক বছর তাঁরা কাজ করবেন। ১৯৮৩ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন মদনলাল। পরে জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

স্বার্থের সঙ্ঘাত নিয়ে ওঠা প্রশ্নের জেরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি থেকে পদত্যাগ করেন কপিল দেব। তাঁর আগে তিন সদস্যের এই কমিটি থেকে পদত্যাগ করেছিলেন শান্তা রঙ্গস্বামীও।

Advertisement

আরও পড়ুন: ফের টাই, ফের সুপার ওভার, ওয়েলিংটনে রুদ্ধশ্বাস জয়, সিরিজে ৪-০ এগিয়ে কোহালিরা

তাঁরা সরে যাওয়ার পরে এ দিন সিএসি-র সদস্যদের নাম ঘোষণা করল বিসিসিআই। তাঁদের প্রথম দায়িত্ব হবে মেয়াদ ফুরিয়ে যাওয়া দু’জন জাতীয় নির্বাচকের পরিবর্তে নতুন নির্বাচক নিয়োগ করা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement