england cricket

ছক্কা মেরেও মাথায় হাত ব্যাটসম্যানের, ইংল্যান্ডের ক্রিকেটে অদ্ভুত ঘটনা, দেখুন ভিডিয়ো

ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর এই ঘটনায় মজা পেলেও নিজের গাড়ির কাচ ভাঙায় কিছুটা দুঃখ পেয়েছিলেন আসিফ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুন ২০২১ ১৮:১৭
Share:

ছক্কা মেরেও মাথায় হাত আসিফের টুইটার

ছক্কা মেরে মাথায় হাত দিয়ে বসে পড়লেন ব্যাটসম্যান। তাঁর কাণ্ড দেখে অবাক উপস্থিত দর্শকরা। তবে পরে আসল কারণ বুঝতে পেরে হেসে গড়াগড়ি খেতে থাকেন সকলেই। ইংল্যান্ডের ক্লাব ক্রিকেট হ্যালিফ্যাক্স ক্রিকেট লিগের দল ইলিংওয়ার্থ সেন্ট মেরির সঙ্গে খেলা ছিল সয়ার্বি সেন্ট পিটার্সের।

Advertisement

সেই ম্যাচে ইলিংওয়ার্থ দলের আসিফ আলি নিজেই ছয় মেরে নিজের গাড়ির পেছনের কাচ ভেঙে ফেললেন। প্রথমে ছয় মেরে খুশি হলেও বলকে তাঁর গাড়ির দিকে এগিয়ে যেতে দেখে মাথায় হাত দিয়ে বসে পড়েন। এই ভিডিয়ো ভাইরাল হয় নেটমাধ্যমে।

ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর এই ঘটনায় মজা পেলেও নিজের গাড়ির কাচ ভাঙায় কিছুটা দুঃখ পেয়েছিলেন আসিফ। তাঁর গাড়ির মধ্যে থাকা বল নিতে দর্শকরা গাড়ির চাবিও চেয়ে বসেন আসিফের কাছে। এরপর ইলিংওয়ার্থের স্পনসরের পক্ষ থেকেই সারিয়ে দেওয়া হয় তাঁর গাড়ি।

Advertisement

আসিফ ৪৩ রান করে অপরাজিত থাকলেও সাত উইকেটে সেন্ট পিটারের বিরুদ্ধে ম্যাচ হারতে হয় তাঁদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement