তারকাদের সামলাতে দক্ষ শাস্ত্রী। —ফাইল চিত্র।
ম্যান ম্যানেজমেন্টে দক্ষ ভারতের হেড কোচ রবি শাস্ত্রী। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি এ ভাবেই প্রশংসা করলেন কোহালিদের ‘হেড স্যার’-এর।
জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে কথা বলার সয়ে বাসিত বলেন, “শাস্ত্রী ক্রিকেটার হিসেবেও বড় মাপের, কোচ হিসেবেও সেই রকমই। অ্যান্ডি ফ্লাওয়ার যদি এখন কোচিং করাতেন, তা হলে আমি ওঁর কথাই বলতাম। কিন্তু ফ্লাওয়ার তো কোচিং করাচ্ছেন না। তাই শাস্ত্রীকেই আমি এই মুহূর্তে সেরা কোচ বলছি। শাস্ত্রীর কোচিং স্টাইল অন্য ধরনের। আমি এক বার শাস্ত্রীর একটা প্রেস কনফারেন্স দেখেছিলাম। সেই সাংবাদিক সম্মলনে, শাস্ত্রীর উদ্দেশে যে সব কঠিন কঠিন প্রশ্ন উড়ে এসেছিল, তার জবাবও কড়া ভাষায় দিয়েছিল শাস্ত্রী। সেই উত্তরেই বোঝা যাচ্ছিল, খুবই কঠিন মনের মানুষ শাস্ত্রী।’’
তারকা ক্রিকেটারদের সামলাতে অনেককেই বেগ পেতে হয়। শাস্ত্রী এ ব্যাপারে দারুণ দক্ষ। বাসিত আলি বলছেন, ‘‘নামী তারকাদের কী ভাবে সামলাতে হয়, সেটা কোচের জানা দরকার। পাকিস্তানে শোয়েব আখতারের মতো ক্রিকেটারকে সামলানোর মতো কেউ ছিল না। সেই সময়ে শোয়েবকে ঠিকমতো সামলাতে পারলে, ও আরও অনেক দূর যেত।’’
আরও পড়ুন: পেস আক্রমণই অস্ট্রেলিয়ায় ভরসা দিচ্ছে ভারতকে, দাবি আথারটনের
ভারতে তারকা ক্রিকেটারের অভাব নেই। বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরার মতো ক্রিকেটার আছেন দলে। নিন্দুকরা বলে থাকেন, তারকা ক্রিকেটার দলে থাকায় শাস্ত্রীর কাজ হয়ে গিয়েছে সহজ। বাসিত তা মানেন না। তিনি বলছেন, “এই ধরনের মন্তব্য করা ঠিক নয়। তারকাদের সামলে রাখা, তাদের নিয়ে কাজ করা খুবই কঠিন।” শাস্ত্রী সেই কঠিন কাজটাই করে যাচ্ছেন দারুণ ভাবে।