প্রস্তুতি: কোপা দেল রে ফাইনালের মহড়ায় মেসি-নেমার। ছবি: গেটি ইমেজেস
কোপা দেল রে-তে হ্যাটট্রিকের সামনে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় ব্যর্থতা ভুলতে মরিয়া লিওনেল মেসি-র অস্ত্র ‘জেব্রা’ বুট!
সাদা-কালো ডোরা কাটা এই বুট বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে বিপক্ষের ফুটবলারদের চোখে ধাঁধা লাগিয়ে দেওয়া। সেই বুট পরেই আজ, শনিবার রাতে ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে আলাভেজ বধের লক্ষ্য মেসি-র।
আরও পড়ুন:
এই মরসুমে লা লিগা খেতাব হাতছাড়া হওয়ার জন্য অনেকাংশেই আলাভেজ-কে দায়ী করেন বার্সা সমর্থকরা। ক্যাম্প ন্যু’তে তৃতীয় ম্যাচেই মেসি-হীন বার্সাকে ২-১ গোলে হারিয়েছিল তারা। দ্বিতীয় পর্বে অবশ্য ৬-০ জিতেছিল বার্সা। কিন্তু ঘরের মাঠে হারের যন্ত্রণা কাঁটার মতোই বিঁধে রয়েছে। লা লিগায় বিপর্যয়ের ম্যাচে মেসি ছিলেন না মাঠে। নির্বাসিত থাকায় এ বার নেই লুইস সুয়ারেজ। বার্সার ম্যানেজার হিসেবে শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসার আগে এনরিকে বলছেন, ‘‘কোপা দেল রে জিতলে বার্সেলোনার ম্যানেজার হিসেবে আমার বৃত্ত সম্পূর্ণ হবে। ফুটবলাররা সকলেই প্রস্তুত।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘আলাভেজ খুব শক্তিশালী দল। কিন্তু আমরা যদি নিজেদের খেলাটা খেলতে পারি, তা হলে সমস্যা হবে না।’’
এনরিকের জন্যই যে কোপা দেল রে জিততে চান তাঁরা, জানিয়ে দিলেন জেরার পিকে। তিনি বলেছেন, ‘‘ক্লাবের ইতিহাসে এনরিকে অন্যতম সফল ম্যানেজার। একমাত্র ট্রফি জেতাটাই হচ্ছে ওঁকে বিদায় সংবর্ধনা জানানোর সেরা উপায়।’’