Barcelona

মেসিদের মহড়ায় চূড়ান্ত কড়াকড়ি

স্পেন ফুটবল মহলের আশা, জুনের প্রথম সপ্তাহে বা মাঝামাঝি ফের শুরু করা যাবে লা লিগা। তবে কোনও অবস্থাতে স্টেডিয়ামে দর্শকেরা খেলা দেখার অনুমতি পাবেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০২০ ০৫:০৭
Share:

প্রস্তুতি: অনুশীলনে মগ্ন বার্সা তারকা লিয়োনেল মেসি। এএফপি

উসমান দেম্বেলে-সহ পাঁচ জনকে বাদ দিয়ে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে বার্সেলোনা। তাদের ট্রেনিং গ্রাউন্ডে ছ’জনের এক-একটা দল করে তিনটি জায়গায় অনুশীলন করানো হচ্ছে। যে কোনও ভাবে করোনা সংক্রমণ ঠেকাতে অনুশীলনের পরে ফুটবলারদের ড্রেসিংরুমে ফিরতে বা ক্লাবে স্নান করতে দেওয়া হচ্ছে না। অনুশীলন শেষ হলেই যে যার বাড়িতে গাড়ি ড্রাইভ করে ফিরে যাচ্ছেন। সাধারণত বার্সার অনুশীলনে লিয়োনেল মেসি আসেন লুইস সুয়ারেসের সঙ্গে এক গাড়িতে। এ বার কিন্তু সেটাও হচ্ছে না। দু’জনই বিচ্ছিন্ন ভাবে আসছেন অনুশীলনে, আলাদা গাড়িতে।

Advertisement

স্পেন ফুটবল মহলের আশা, জুনের প্রথম সপ্তাহে বা মাঝামাঝি ফের শুরু করা যাবে লা লিগা। তবে কোনও অবস্থাতে স্টেডিয়ামে দর্শকেরা খেলা দেখার অনুমতি পাবেন না। দু’দলের সদস্যেরা এবং মাঠ-নিরাপত্তাকর্মী ধরে ২৫০ জনের বেশি উপস্থিত থাকবে পারবেন না। এ দিকে, সামান্য হলেও লা লিগা নতুন শুরুর পথে বাধা সৃষ্টি করতে পারে একটি খবর— আতলেতিকো দে মাদ্রিদের ব্রাজিলীয় লেফ্টব্যাক ২২ বছরের রেনান লোদি করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে। অনুশীলন শুরুর আগে লা লিগার সব ক্লাবের ফুটবলার ও কর্মীদের করোনা পরীক্ষা দিতে হয়েছে। এই পরীক্ষাতেই রেনান যে সংক্রমিত তা জানা যায়। রিপোর্ট পজিটিভ এলেও ব্রাজিলীয় তারকার শরীরে কিন্তু এখন পর্যন্ত কোনও উপসর্গ দেখা যায়নি। আপাতত তাঁকে বাদ দিয়ে অনুশীলন করছেন দিয়েগো সিমিয়োনের ফুটবলারেরা।

এসি মিলান করোনা-মুক্ত নয়: ইটালিতে সেরি-আ আবার শুরু হোক চায় সেখানকার বেশির ভাগ ক্লাব। বিশেষ করে উত্তরাঞ্চলের। সে দেশের ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরাও ইঙ্গিত দিয়েছেন, ১৮ মে থেকে ইটালিতে ক্লাবগুলি দলবদ্ধ ভাবে ট্রেনিং শুরু করতে পারে। কিন্তু সেখানে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হল এসি মিলানের মতো অন্যতম সেরা ক্লাবের প্রেসিডেন্টের এক বিবৃতিতে। তিনি পরিষ্কার বলে দিলেন যে, তাঁর ক্লাবের সবাই এখনও করোনা-মুক্ত হননি।

Advertisement

আরও পড়ুন: বার্সায় কেউ আক্রান্ত নন, ইটালি লিগে নতুন করে ৮ সংক্রমণ

মিলানের প্রেসিডেন্ট পাওলো স্কারোনি তথ্য গোপন না করে স্থানীয় প্রচারমাধ্যমের কাছে বলেছেন, ‘‘এখনও আমাদের ক্লাবের বেশ কয়েক জন সংক্রমিত। তবে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে বলেই আমাদের বিশ্বাস।’’ এমন মন্তব্য করেও স্কারোনি কিন্তু লিগ আবার শুরুর পক্ষেই মত দিয়েছেন। তাঁর আরও মন্তব্য, ‘‘এই ভাইরাসের দাপট এত সহজে নির্মূল করা যাবে না। এই পরিস্থিতির মধ্যেই বাকি সব চালিয়ে যেতে হবে।’’

আরও পড়ুন: গালে বড় সাদা দাড়ি, ধোনির এই রূপ আগে দেখেননি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement