Lionel Messi

জয়ের রাতে বার্সার চিন্তা বাড়াল মেসির চোট

পরের সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সা। ফলে মঙ্গলবার ভিয়ারিয়ালের বিরুদ্ধে চোট পাওয়ায় মেসিকে বেশি ক্ষণ মাঠে রাখার সাহস দেখাননি বার্সা কোচ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৮
Share:

মেসির চোট ভাবাচ্ছে বার্সা শিবিরকে। ছবি: রয়টার্স।

জয়ের রাতে অস্বস্তি বার্সেলোনার সাজঘরে। থাইয়ে চোট পেলেন লিয়োনেল মেসি। ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালের বিরুদ্ধে পুরো সময় খেলতে পারলেন না তিনি।

Advertisement

চলতি মরসুমের বেশির ভাগ সময়েই কাফ মাসলের চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে আর্জেন্তাইন মহাতারকাকে। চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ‘এলএম ১০’। মঙ্গলবার লা লিগায় প্রথম মাঠে নামেন মেসি। সেই ম্যাচে বার্সেলোনা ২-১ হারাল ভিয়ারিয়ালকে। কিন্তু, মেসির থাইয়ের চোট চিন্তা বাড়াল ভক্তদের মনে। এমনকি আর্জেন্তাইন মহাতারকার চোট নিয়ে চিন্তিত বার্সা কোচ এর্নেস্টো ভালভার্দেও। লা লিগায় বার্সেলোনার পরের ম্যাচ গেতাফের বিরুদ্ধে।

পরের সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সা। ফলে মঙ্গলবার ভিয়ারিয়ালের বিরুদ্ধে চোট পাওয়ায় মেসিকে বেশি ক্ষণ মাঠে রাখার সাহস দেখাননি বার্সা কোচ। ম্যাচের শেষে ভালভার্দে বলেছেন, ‘‘ওর চোট গুরুতর নয় বলেই মনে হচ্ছে। তবে মেসিকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাইনি।’’ ম্যাচের প্রথমার্ধ মাঠে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মেসির পরিবর্তে ডেম্বেলেকে নামানো হয়। পরের ম্যাচগুলোর আগে পুরোদস্তুর সুস্থ হয়ে উঠলে শুরু থেকেই ভালভার্দে নামাতে পারেন মেসিকে।

Advertisement

আরও পড়ুন: অল্প আলোয় গলি ক্রিকেট, ভিডিয়ো শেয়ার করে নস্ট্যালজিক ধোনি

আরও পড়ুন: ধোনি কিন্তু এক দিনে হয়নি, পন্থকেও সময় দিন: যুবরাজ

খেলার ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বার্সা। মেসির বাঁক খাওয়ানো কর্নার থেকে গ্রিজম্যান হেডে এগিয়ে দেন বার্সেলোনাকে। ১৫ মিনিটে বার্সার হয়ে ব্যবধান বাড়ান আর্থার মেলো। এর পরে বার্সার আক্রমণের ঝাঁঝ বাড়ে আরও। খেলার ২৮ মিনিটে চোট পান মেসি। চিকিৎসার জন্য মাঠের বাইরে যান তিনি। মিনিট চারেক পরে ফের মাঠে ফেরেন মেসি। তিনি ফেরায় ন্যু ক্যাম্পে হাততালির ঝড় তোলেন বার্সার সমর্থকরা। ‘এলএম ১০’ মাঠে ফিরলেও ম্যাজিক অবশ্য দেখাতে পারেননি আর। বিরতির ঠিক এক মিনিট আগে কাজোরলা ব্যবধান কমান ভিয়ারিয়ালের হয়ে। দ্বিতীয়ার্ধে মেসির পরিবর্ত হিসেবে ডেম্বেলে নামলেও গোল সংখ্যা আর বাড়াতে পারেনি বার্সা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement