Lionel Messi

Lionel Messi: নেমার, দি মারিয়াদের ক্লাবে মেসির যাওয়া আটকাতে আদালতের দ্বারস্থ বার্সেলোনার এক সদস্য

অর্থনৈতিক অবস্থা ভাল না থাকায় এ মরসুমে মেসিকে সই করাতে পারেনি বার্সা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ অগস্ট ২০২১ ১২:৫২
Share:

কাঁদতে কাঁদতে ক্লাব ছেড়েছেন মেসি টুইটার

ক্লাব ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যেই। পিএসজি-তে লিওনেল মেসির সই করা সময়ের অপেক্ষা বলে দাবি করছে ফ্রান্সের সংবাদমাধ্যম। তবে এত সহজে তাঁকে অন্য ক্লাবে যেতে দিতে চাইছে না বার্সেলোনার এক সদস্য। মেসির সঁ জঁ যাওয়া আটকাতে এ বার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

Advertisement

অর্থনৈতিক অবস্থা ভাল না থাকায় এ মরসুমে মেসিকে সই করাতে পারেনি বার্সা। পিএসজি-র অর্থনৈতিক অবস্থা তাদের ক্লাবের থেকে ভাল নয়। তারা কী ভাবে মেসিকে সই করাচ্ছে? এই প্রশ্নই তুলছেন বার্সেলোনার সদস্য।

বার্সেলোনার ওই সদস্যের আইনজীবী হুয়ান ব্রানকো ইউরোপিয়ান আদালতে অভিযোগ করেছেন। নেমারদের ক্লাবের সঙ্গে তুলনা টেনে তিনি আদালতে জানিয়েছেন, ২০১৯-২০ মরসুমে পিএসজি তাদের আয়ের ৯৯ শতাংশ ব্যয় করেছে নতুন ফুটবলার কিনতে। অন্য দিকে বার্সা খরচ করেছে ৫৪ শতাংশ। এত কম টাকা খরচ করেও বার্সেলোনা যদি মেসিকে সই করাতে না পারে তবে পিএসজি কী করে তাঁকে দলে নিচ্ছে?

Advertisement

লিয়োনেল মেসি টুইটার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement