Football

বিতর্ক বাড়িয়ে মেসিকে জবাব বার্সা কোচের

গত মার্চে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বের ম্যাচে নাপোলির বিরুদ্ধে ইটালিতে ড্র করেছিল বার্সা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মে ২০২০ ০৩:১৬
Share:

চর্চায়: মেসি এবং সেতিয়েনের মধ্যে বাড়ছে দূরত্ব। ফাইল চিত্র

খেলার ধরন না বদলালে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না। লিয়োনেল মেসির সাম্প্রতিক এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন বার্সা ম্যানেজার কিকে সেতিয়েন। তাঁর মতে, মেসির এই মন্তব্যের ফলে বিতর্কের সূত্রপাত হয়েছে। তা ছাড়া বার্সেলোনা অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ জেতার ক্ষমতা রাখে।

Advertisement

গত মার্চে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বের ম্যাচে নাপোলির বিরুদ্ধে ইটালিতে ড্র করেছিল বার্সা। কিন্তু তার পরে করোনা অতিমারির কারণে ফিরতি পর্বের ম্যাচে ঘরের মাঠে খেলা হয়নি বার্সেলোনার। তার পরেই নতুন ম্যানেজারের ফুটবল দর্শন নিয়ে প্রশ্ন তোলেন মেসি। জানিয়ে দেন, বার্সেলোনা তাঁর তত্ত্বাবধানে এখন যে ধরনের ফুটবল খেলছে, তাতে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব নয়।

সেতিয়েন তার পাল্টা জবাব দিতে স্পেনীয় প্রচারমাধ্যমে বলেছেন, ‍‘‍‘মেসির কথায় বিতর্কের সূত্রপাত হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ আমরা জিততে পারি। এই বিশ্বাস আমাদের রয়েছে। তবে আমাদের খেলায় আরও উন্নতি দরকার। কিন্তু খেতাব জয়ের জন্য দলের ক্ষমতা নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না।’’

Advertisement

উল্লেখ্য, মেসি যখন এই মন্তব্য করেছিলেন, তখন এ-ও জানিয়ে দিয়েছিলেন, দলের দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন তাঁর মনে নেই। কিন্তু সেতিয়েনের প্রশিক্ষণে বার্সার খেলার ধরন নিয়ে তিনি সন্তুষ্ট নন। ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‍‘‍‘মনে হয়, দলের প্রশিক্ষক আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন। শেষ ম্যাচে যে ছন্দে আমরা খেলেছিলাম তা দেখেই মনে হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য আমরা উপযুক্ত নই। দল নিয়ে আমার কোনও সন্দেহ নেই। চলতি মরসুমে যে খেতাবি লড়াই বাকি রয়েছে, তাতেও আমরা জয়ী হতে পারি। কিন্তু যে ছন্দে শেষ ম্যাচ খেলেছি, সে ভাবে বাকি ম্যাচ খেললে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়।’’ তিনি আরও বলেছিলেন, ‍‘‍‘শ্রদ্ধেয় ব্যক্তিদের ব্যক্তিগত মতামত থাকতেই পারে। আমি ভাগ্যবান, প্রত্যেক বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলি। সেই সুবাদেই এটা বলতে পারি, যে ভাবে শেষ কয়েকটি ম্যাচে খেলেছি, তাতে খেতাব জেতা সম্ভব হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement