Barbie

বার্বি ডল হিসাবে আত্মপ্রকাশ করলেন এই ভারতীয় জিমন্যাস্ট

তিনিই হলেন প্রথম ভারতীয় মহিলা যার প্রতিকৃতিতে তৈরি হল বার্বি ডল। 

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ১৭:১০
Share:

বার্বির প্রতিকৃতি হাতে দীপা কর্মকার। ছবি দীপার টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।

প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসাবে ২০১৪ কমনওয়েলথ গেমসে মেডেল জিতেছিলেন দীপা কর্মকার। ২০১৬ রিও অলিম্পিকে পদক জিততে না পারলেও তাঁর প্রদ্যুনোভায় মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব। এ বার তাঁকে সম্মান জানালো বিশ্বের জনপ্রিয় পুতুল প্রস্তুতকারক সংস্থা ম্যাটেল। বার্বি ডলের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে দীপার আদলে বার্বি তৈরি করে তাঁকে সম্মান জানালো হল। তিনিই হলেন প্রথম ভারতীয় মহিলা যার প্রতিকৃতিতে তৈরি হল বার্বি ডল

Advertisement

১৯৫৯ সালে আমেরিকার সংস্থা ম্যাটেলের হাত ধরে আত্মপ্রকাশ করে বার্বি। তারপর থেকেই দুনিয়া জুড়ে সকলের পছন্দের পাত্রী সে। বার্বির আত্মপ্রকাশের ৬০ বছর উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা কাটিয়ে সফল মহিলাদের সম্মান জানাতে ‘মোররোলমডেল’নামের একটি ক্যাম্পেন শুরু করে। সেই ক্যাম্পেনের অঙ্গ হিসাবে বার্বির নতুন ২০টি মডেল প্রকাশ করল ম্যাটেল। সেখানেই বার্বি হিসাবে আত্মপ্রকাশ করেছে ভারতীয় মহিলা জিমন্যাস্ট দীপা কর্মকার।

বার্বির দীপাকে দেখা যাচ্ছে লাল রঙের জিমন্যাস্টের পোশাকে। সঙ্গে গলায় ঝুলছে ব্রোঞ্জ মেডেল। বার্বির সেই প্রতিকৃতি নিয়ে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করেছেন দীপা। সঙ্গে লিখেছেন, ‘বার্বি সর্বদা দেখায় মেয়েরা সব কিছুই করতে পারে।’

Advertisement

নতুন ২০ জন রোল মডেলের ছবি পোস্ট করা হয়েছে বার্বির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও।

আরও পড়ুন: ‘দলে তো আর ১১জন বিরাট কোহালি থাকা সম্ভব নয়’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement