Baranagar Adamas Football Academy

অনূর্ধ্ব ১৫ স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বরাহনগর অ্যাডামাস

বেহালার পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল অ্যাকাডেমিতে পর্ণশ্রী গভর্নমেন্ট কোয়ার্টার খেলার মাঠে এই প্রতিযোগিতা হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ২১:৩৮
Share:

জয়ী বরাহনগর অ্যাডামাস ফুটবল অ্যাকাডেমি। নিজস্ব চিত্র।

পদ্মশ্রী শৈলেন মান্না, চুনী গোস্বামী, পি কে বন্দ্যোপাধ্যায় স্মৃতি অনূর্ধ্ব ১৫ সারা ভারত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বরাহনগর অ্যাডামাস ফুটবল অ্যাকাডেমি। রানার্স হল মহমেডান স্পোর্টিং। ফাইনালে বরাহনগর অ্যাডামাস ফুটবল অ্যাকাডেমি ১-০ ব্যবধানে হারায় মহমেডান স্পোর্টিংকে। ম্যাচের একমাত্র গোলটি করেন প্রীতম বিশ্বাস।

Advertisement

বেহালার পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল অ্যাকাডেমিতে পর্ণশ্রী গভর্নমেন্ট কোয়ার্টার খেলার মাঠে এই প্রতিযোগিতা হয়। গত শুক্রবার প্রতিযোগিতা শুরু হয়েছিল। এই নিয়ে তৃতীয় বছরে পড়ল প্রতিযোগিতা।

মোট ৮টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্যে থেকে ৪টি দল সেমিফাইনালে ওঠে। দুটি সেমিফাইনাল ম্যাচই রবিবার হয়। ফাইনালে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায়, কাজল মুখোপাধ্যায় এবং অর্ণব নন্দী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement