সেমিফাইনালে পৌছে উচ্ছাস বাংলাদেশের খেলোয়াড়দের।—ছবি সংগৃহীত।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমিফাইনালে দেখা যাবে উপমহাদেশের তিন দলকে। এর আগে শেষ চারে চলে গিয়েছিল ভারত। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়ে গেল বাংলাদেশও। শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং আফগানিস্তান। অর্থাৎ সেই লড়াই থেকেও উপমহাদেশের একটি দলই শেষ চারে যাবে। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে গিয়েছে নিউজ়িল্যান্ড। গত বছর ইংল্যান্ড বিশ্বকাপে ফ্যাফ ডুপ্লেসির দল জঘন্য খেলে নক আউটের আগেই বিদায় নিয়েছিল। দক্ষিণ আফ্রিকার ছোটদেরও বিশ্বকাপ সেমিফাইনালে ওঠা হল না। পোচেস্ট্রুমে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারাল বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইনিংসকে টানেন তানজিদ হাসান (৮৪ বলে ৮০) এবং শাহদাত হোসেন (৭৬ বলে ৭৪)। বাংলাদেশ পাঁচ উইকেটে ২৬১ রান তোলার পরে দক্ষিণ আফ্রিকা কোনও লড়াই করতে পারেনি। বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান তুলে নেন ১৯ রানে পাঁচ উইকেট। মাত্র ৪২.৩ ওভারে দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে যায় ১৫৭ রানে। ৬ ফেব্রুয়ারি সেমিফাইনালে বাংলাদেশ খেলবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে।
শাস্তি ক্রিকেটারের: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতীয় বোলার আকাশ সিংহকে ইচ্ছে করে কনুই দিয়ে আঘাত করার জন্য শাস্তি হল অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান স্যাম ফ্যানিং-এর। ফ্যানিংকে সরকারি ভাবে ভর্ৎসনা করার পাশাপাশি দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।