আগামী কয়েক দিনের মধ্যেই না কি এক ভরি সোনার দাম পৌঁছতে পারে এক লক্ষে। সঞ্চয় হোক বা অলঙ্কার, সোনা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। কেনার ইচ্ছে থাক বা না থাক, সোনার বাজার দরের দিকে নজর থাকে প্রায় প্রত্যেকের। ফাল্গুন বিয়ের মরসুম। এ সময়ে সোনার চাহিদা আকাশ ছোঁয়া। চাহিদা বেশি দামও বেশি। কবে কমবে সোনার দাম?