Rajat Patidar

কেন বেঙ্গালুরুর অধিনায়ক পাটীদার? বুঝিয়ে দিলেন কোহলিদের ব্যাটিং কোচ

৩১ বছরের ব্যাটার এর আগে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দিয়েছেন। প্রথম বার আইপিএলে অধিনায়ক হলেন তিনি। কেন রজত পাটীদারকে অধিনায়ক করা হল, তা জানালেন দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৭
Share:

রজত পাটীদার। —ফাইল চিত্র।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক রজত পাটীদার। ৩১ বছরের ব্যাটার এর আগে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দিয়েছেন। প্রথম বার আইপিএলে অধিনায়ক হলেন তিনি। কেন পাটীদারকে অধিনায়ক করা হল, তা জানালেন দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক।

Advertisement

২০২১ সালে প্রথম বার আইপিএল খেলেন পাটীদার। এ বারের নিলামের আগে ১১ কোটি টাকা খরচ করে তাঁকে দলে রেখেছিল আরসিবি। কিন্তু দলে বিরাট কোহলি থাকতেও পাটীদারকে অধিনায়ক করার সিদ্ধান্ত অবাক করেছিল সকলকে। কার্তিক এই বছর ব্যাটিং কোচ এবং মেন্টর হিসাবে যোগ দিয়েছেন দলে। আগে এই দলের হয়েই খেলতেন তিনি। কার্তিক বলেন, “ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশকে ও যে ভাবে নেতৃত্ব দিয়েছিল, তা অসাধারণ। দলের সকলেই ওর সম্পর্কে ভাল কথা বলেছে। তা ছাড়া নতুন মরসুমে আমরা এক জন নতুন অধিনায়ক চাইছিলাম। এই দুটো কারণেই পাটীদারকে অধিনায়ক করা হয়েছে।”

২০২৪ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রানার্স হয়েছিল মধ্যপ্রদেশ। সেই দলের অধিনায়ক ছিলেন পাটীদার। ১০ ম্যাচে ৪২৮ রান করেছিলেন সে বারের প্রতিযোগিতায়। গড় ৬১.১৪। স্ট্রাইক রেট ছিল ১৮৬.০৮। সেমিফাইনালে দিল্লির বিরুদ্ধে পাটীদারের ২৯ বলে ৬৬ রানের ইনিংস দলকে জিতিয়েছিল। ফাইনালে তিনি মুম্বইয়ের বিরুদ্ধে ৪০ বলে ৮১ রান করেছিলেন। যদিও জিততে পারেনি মধ্যপ্রদেশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement