প্রশংসা: তামিম ইকবালদের উত্থানে খুশি রোহিত। ফাইল চিত্র
বাংলাদেশ হল ক্রিকেট বিশ্বের একমাত্র দেশ, যেখানে খেলতে গেলে ভারতীয় ক্রিকেট দল কোনও সমর্থন পায় না। এমনই অভিমত ভারতীয় ওপেনার রোহিত শর্মার।
সোশ্যাল মিডিয়ায় চ্যাট করতে গিয়ে বাংলাদেশের ওয়ান ডে দলের সদ্য নিযুক্ত অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালকে এ কথা বলার পাশাপাশি, রোহিত ক্রিকেটশক্তি হিসেবে বাংলাদেশের উত্থানের প্রশংসাও করেন।
রোহিত বলেন, ‘‘ভারত ও বাংলাদেশ দু’জায়গাতেই ক্রিকেট-পাগল দর্শকের অভাব নেই। খেলার মাঠে কোনও ভুল করলেই সমালোচনা হয়। আমি জানি, বাংলাদেশেও একই ব্যাপার। বাংলাদেশে ক্রিকেট-পাগল সমর্থকের অভাব নেই। বিশ্বের সর্বত্রই ভারতীয় সমর্থক চোখে পড়ে। কিন্তু বাংলাদেশ একমাত্র জায়গা যেখানে আমাদের কেউ সমর্থন করে না।’’ হিটম্যান রোহিত যোগ করেন, ‘‘বাংলাদেশের সমর্থকেরা সব সময়েই তোমাদের পাশে থাকেন। এটা একটা আলাদা বাংলাদেশ দল। প্রত্যেকে জয়ের জন্য ঝাঁপায়। যা গত বিশ্বকাপে দেখা গিয়েছে।’’
২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন রোহিত। সে কথা জানিয়ে তামিম বলেন, ‘‘গত বছর এজবাস্টনে ভারতের বিরুদ্ধে ৪০ রানের মাথায় তোমার ক্যাচ ফেলেছিলাম। তার জন্য সমালোচিত হয়েছিলাম।’’