bangladesh cricket team

Bangladesh Cricket: অস্ট্রেলিয়ার পর দুরমুশ নিউজিল্যান্ড, টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নিল বাংলাদেশ। জিতল ৬ উইকেটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৮
Share:

মুস্তাফিজুরের সঙ্গে উচ্ছ্বাস সতীর্থদের। ছবি টুইটার

অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড। বাংলাদেশের হাতে টি-টোয়েন্টি সিরিজে দুরমুশ আরও এক শক্তিধর দেশ। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নিল বাংলাদেশ। জিতল ৬ উইকেটে।

Advertisement

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায় নিউজিল্যান্ডের কাছে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং। প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার রচীন রবীন্দ্রকে হারায়। এরপর একে একে উইকেট পড়তে থাকে। রুখে দাঁড়ান একমাত্র উইল ইয়ং। তিনি ৪৮ বলে ৪৬ করেন। অধিনায়ক টম লাথাম ২১ করেছেন। বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন নাসিম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

জবাবে বাংলাদেশেরও একসময় ব্যাটিংয়ে ধস নামে। লিটন দাস, শাকিব আল-হাসান এবং মুশফিকুর রহিম পরপর ফিরে যান। তবে অধিনায়ক মাহমুদুল্লা (অপরাজিত ৪৩) এবং মহম্মদ নইমের (২৯) সৌজন্যে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই মুহূর্তে তারা সিরিজে এগিয়ে রয়েছে ৩-১ ব্যবধানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement