কনস্ট্যান্টাইনের শিবিরে নেই কিপার দেবজিৎই

স্টিভন কনস্ট্যান্টাইনের জাতীয় শিবিরে জায়গা হল না মোহনবাগানের সবচেয়ে ধারাবাহিক গোলকিপার দেবজিৎ মজুমদারের। ওমান আর গুয়ামের বিরুদ্ধে ২০১৮ বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচের জন্য জাতীয় শিবিরে যে ৩৮জন ফুটবলারের নাম ঘোষণা করা হল, তাতে সুব্রত পাল ছাড়া বাকি তিন গোলকিপার হলেন অরিন্দম ভট্টাচার্য, গুরপ্রীত সিংহ সান্ধু আর সঞ্জীবন ঘোষ। কনস্ট্যান্টাইনের দলে সুযোগ হয়নি বাগান স্ট্রাইকার বলবন্ত সিংহেরও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০৪:১৬
Share:

স্টিভন কনস্ট্যান্টাইনের জাতীয় শিবিরে জায়গা হল না মোহনবাগানের সবচেয়ে ধারাবাহিক গোলকিপার দেবজিৎ মজুমদারের। ওমান আর গুয়ামের বিরুদ্ধে ২০১৮ বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচের জন্য জাতীয় শিবিরে যে ৩৮জন ফুটবলারের নাম ঘোষণা করা হল, তাতে সুব্রত পাল ছাড়া বাকি তিন গোলকিপার হলেন অরিন্দম ভট্টাচার্য, গুরপ্রীত সিংহ সান্ধু আর সঞ্জীবন ঘোষ। কনস্ট্যান্টাইনের দলে সুযোগ হয়নি বাগান স্ট্রাইকার বলবন্ত সিংহেরও।

Advertisement

৩৮ প্রাথমিক ফুটবলারের মধ্যে আই লিগের পরে বেছে নেওয়া হবে ২৬ জনকে। তার পর তাঁদের নিয়ে বেঙ্গালুরুতে আগামী ৩ জুন থেকে শুরু জাতীয় শিবির। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে গুয়ামের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ ১১ জুন। ফিরতি ম্যাচ গুয়ামে হবে আগামী ১৬ জুন। গ্রুপ ডি-তে ভারতের গ্রুপে আছে ইরান আর তুর্কমেনিস্তান।

জাতীয় শিবিরে বাংলা

Advertisement

গোলকিপার: কেউ নেই।
ডিফেন্ডার: প্রীতম কোটাল ও ধনচন্দ্র সিংহ (মোহনবাগান), রবার্ট, অর্ণব মণ্ডল ও গুরবিন্দর সিংহ (ইস্টবেঙ্গল)।
মিডফিল্ডার: হরমনজ্যোৎ সিংহ খাবরা, কেভিন লোবো, মহম্মদ রফিক (ইস্টবেঙ্গল), শেহনাজ সিংহ (মোহনবাগান)।
ফরোয়ার্ড: জেজে (মোহনবাগান)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement