PV Sindhu

PV Sindhu: উবের কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় সিন্ধুদের

শুরুতেই হেরে যান সিন্ধু। মেয়েদের সিঙ্গলসে সিন্ধুর বিরুদ্ধে ছিলেন রাচানক ইন্টেনন। তাঁর বিরুদ্ধে প্রথম গেম জিতলেও ম্যাচ শেষে পয়েন্ট দাঁড়ায় ২১-১৯, ১৭-২১, ১২-২১। এক ঘণ্টার লড়াই শেষে হার মানতে বাধ্য হন সিন্ধু। বাকি দু’টি ম্যাচে কেউ একটি গেমও জিততে পারেননি। এ বারের লড়াইয়ে সাইনা নেহওয়াল ভারতীয় দলে ছিলেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মে ২০২২ ১৬:২৭
Share:

—ফাইল চিত্র

শেষ পিভি সিন্ধুদের উবের কাপ যাত্রা। কোয়ার্টার ফাইনালে তাইল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হেরে যান সিন্ধুরা। এ বারের উবের কাপ থেকে বিদায় ঘটে গেল ভারতীয় দলের।

কানাডা এবং আমেরিকাকে হারিয়ে গ্রুপ পর্বে দাপট দেখিয়েছিলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়রা। যদিও শেষ লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ০-৫ ব্যবধানে হেরে যেতে হয়। তাতে যদিও কোয়ার্টার ফাইনালে উঠতে কোনও বাধা ছিল না। কিন্তু সেখানে খাতাই খুলতে পারল না ভারত।

Advertisement

শুরুতেই হেরে যান সিন্ধু। মেয়েদের সিঙ্গলসে সিন্ধুর বিরুদ্ধে ছিলেন রাচানক ইন্টেনন। তাঁর বিরুদ্ধে প্রথম গেম জিতলেও ম্যাচ শেষে পয়েন্ট দাঁড়ায় ২১-১৯, ১৭-২১, ১২-২১। এক ঘণ্টার লড়াই শেষে হার মানতে বাধ্য হন সিন্ধু। বাকি দু’টি ম্যাচে কেউ একটি গেমও জিততে পারেননি। এ বারের লড়াইয়ে সাইনা নেহওয়াল ভারতীয় দলে ছিলেন না।

ভারতের ছেলেরা থমাস কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মালেশিয়ার। সেই দলে রয়েছেন কিদম্বি শ্রীকান্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement