PV Sindhu

কোচের সঙ্গে বিচ্ছেদ সিন্ধুর

২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেই সিন্ধুর কোচ হিসেবে কাজ করছেন পার্ক। পার্কের কোচিংয়ে সিন্ধু বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা, টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ এবং কমনওয়েলথ গেমসে সোনা জেতেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৪৬
Share:

উৎকণ্ঠা: চলতি মরসুমে সিন্ধু নেই স্বমেজাজে। ফাইল ছবি।

পার্ক তে সাং আর কোচ থাকছেন না পি ভি সিন্ধুর। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় ও কোচ শুক্রবার এ কথা নিশ্চিত করে দিয়েছেন। প্রায় চার বছর তিনি সিন্ধুর কোচ ছিলেন। কিন্তু ২০২৩ মরসুমের শুরুটা ভাল হয়নি সিন্ধুর। তাই এই সিদ্ধান্ত।

Advertisement

২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেই সিন্ধুর কোচ হিসেবে কাজ করছেন পার্ক। পার্কের কোচিংয়ে সিন্ধু বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা, টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ এবং কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। গোড়ালির চোট সারিয়ে ওঠার পরে ২০২৩ মরসুমের শুরুটা ভাল হয়নি সিন্ধুর। মালয়েশিয়া ওপেনে তিনি প্রথম রাউন্ডে হারেন স্পেনের তারকা ক্যারোলিনা মারিনের কাছে। জানুয়ারিতে ইন্ডিয়া ওপেনে তাঁকে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সুপানিদা কাটেথং হারান। সমাজমাধ্যমে পার্ক বলেছেন, ‘‘সিন্ধু পরিবর্তন চায়। ও নতুন কোচ খুঁজে নেবে। সিন্ধুর সিদ্ধান্তকে আমি সম্মান জানাচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement