বাবর আজম ফাইল চিত্র
টি ২০ বিশ্বকাপের আগে ছন্দে না থাকায় পাকিস্তান দল থেকে ছিটকে গিয়েছেন কিছু ক্রিকেটার। তাঁদের জায়গায় দলে এসেছেন শোয়েব মালিক, হায়দর আলি ও ফখর জামান। জাতীয় টি ২০ কাপে ভাল ছন্দে না থাকায় বাদ পড়েছেন মহম্মদ হাসনাইন, আজম খান, খুশদিল শাহ। অধিনায়ক বাবর আজম মনে করেন, দলে অভিজ্ঞ ক্রিকেটার বেড়ে যাওয়ায় তাঁদের সুবিধাই হল।
সাংবাদিক বৈঠকে বাবর বলেন, ‘‘কিছু ক্রিকেটার সেরা ছন্দে ছিল না। সেই কারণেই তাদের বাদ দেওয়া হয়েছে।’’ প্রাক্তন অধিনায়ক শোয়েবকে প্রথম একাদশে রাখার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন বাবর। তিনি বলেন, ‘‘শোয়েব অভিজ্ঞ একজন ক্রিকেটার। আমরা ওকে প্রথম একাদশে রেখেই দল সাজানোর চিন্তা ভাবনা করছি।’’
প্রথমবার বড় মঞ্চে অধিনায়ক হিসেবে নামছেন বাবর। ২০০৯ সালে টি ২০ বিশ্বকাপে জিতেছিল পাকিস্তান। ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই নামতে চাইছেন বাবররা। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘‘এটা আমার কাছে বিরাট সম্মানের। আমার মনে হয়, এটা আমাদের সকলের কাছে বিরাট বড় সুযোগ। নিজে ছন্দে রয়েছি। সেটা দলকে সাহায্য করবে। আমরা ফের চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব।’’