Cricket

ইমরানের মতো আগ্রাসী অধিনায়ক হতে চান বাবর 

পাক ক্রিকেটে ধূমকেতুর মতো উত্থান বাবর আজমের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০২০ ১২:৫৩
Share:

নেতৃত্ব ব্যাটিংয়ে প্রভাব ফেলবে না আজমের। —ফাইল চিত্র।

ইমরান খানের মতো আগ্রাসী অধিনায়ক হতে চান বাবর আজম। গত সপ্তাহে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাবর আজমকে ওয়ানডে-র ক্যাপেটন করেছে।

Advertisement

আগেই তিনি টি টোয়েন্ট দলের নেতা ছিলেন। নতুন দায়িত্ব পেয়ে আজম বলছেন, ‘‘ইমরান খান খুবই আগ্রাসী অধিনায়ক ছিলেন। আমি ওঁর মতোই হতে চাই। পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়া সহজ নয়। তবে আমি সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট খেলার সময় থেকেই আমার নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে।’’

ওয়ানডে দলের নেতা হওয়ার পরেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তনবীর আহমেদ বলেছিলেন, ভাল নেতা হতে গেলে ভাল ইংরেজি জানতে হবে। যা নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। কটাক্ষ হজম করতে হয়েছিল তনবীরকে।

Advertisement

আরও পড়ুন: থুতুর ব্যবহার বন্ধ, বলে দিল কুম্বলে-কমিটি

বাবর আজম বলছেন, ‘‘ভাল ক্যাপ্টেন হতে গেলে সবার সঙ্গে কথা বলতে হবে, মিডিয়া সামলাতে হবে, দর্শকদের সামনে নিজের ভাব পরিষ্কার করতে হবে। সেই কারণেই ইংরেজি শেখাটা ভীষণ জরুরি। তিনি বলছেন, ‘‘আজকাল আমি ইংরেজি শিখছি।’’

পাক ক্রিকেটে ধূমকেতুর মতো উত্থান বাবর আজমের। তবে নেতৃত্বের প্রভাব তাঁর ব্যাটিংয়ে পড়বে না বলেই জানান নতুন অধিনায়ক। তিনি বলছেন, ‘‘জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সম্মানের ব্যাপার। আমার কাছে এটা মোটেও বোঝা নয়। নেতা হওয়ার পরে আমি আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement