Babar Azam

মাঠের লড়াই দূরে, করোনার লড়াইয়ে পাশে, ভারতের জন্য বার্তা পাকিস্তান অধিনায়ক আজমের

এর আগে ইমরান খানের সরকারের কাছে ভারতকে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছিলেন শোয়েব আখতার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ১২:৫৬
Share:

বাবর আজম। ছবি: টুইটার থেকে

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিদেশেও। পড়শি দেশের ক্রিকেট অধিনায়ক বাবর আজমও ভারতের পরিস্থিতি নিয়ে চিন্তিত। টুইট করে সেই বার্তাই দিয়েছেন বাবর।

Advertisement

পাকিস্তান অধিনায়ক বাবর টুইট করে লেখেন, ‘ভারতের সকল মানুষের জন্য ঈশ্বরের কাছে সুস্থতা কামনা করি। সকলের এক সঙ্গে থাকাটা জরুরি। সবার কাছে অনুরোধ করোনার সব নিয়ম মেনে চলুন। আমাদের সকলের জন্য এটা জরুরি। এক সঙ্গে থাকলে আমরা জিতবই’।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৭১ জন। ভারতের সর্বত্র প্রায় কোনও হাসপাতালে জায়গা নেই। অভাব দেখা যাচ্ছে অক্সিজেনেরও, এমন অবস্থায় ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন বাবর। এর আগে ইমরান খানের সরকারের কাছে ভারতকে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছিলেন শোয়েব আখতার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement