Commonwealth Games

Commonwealth Games: ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়

গত পাঁচ বারের কমনওয়েলথ গেমসের মধ্যে চার বার তা আয়োজন করেছে অস্ট্রেলিয়া ও গ্রেট ব্রিটেন। ২০২৬ সালের প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব নিতে একমাত্র অস্ট্রেলিয়া এগিয়ে এসেছে। তাই তাদেরই ফের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভিক্টোরিয়ার চারটি অঞ্চল, গিলং, বেন্ডিগো, বালারাত ও গিপসল্যান্ডে হবে প্রতিযোগিতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২২ ১৫:০৭
Share:

ফের কমনওয়েলথের আসর অস্ট্রেলিয়ায় ছবি: রয়টার্স

আরও এক বার কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেল অস্ট্রেলিয়া। ২০২৬ সালের কমনওয়েলথ গেমস হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়। মঙ্গলবার সে দেশের সরকার এ কথা ঘোষণা করেছে।
ভিক্টোরিয়া প্রশাসনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ভিক্টোরিয়াকে দেওয়ায় আমরা গর্বিত। গোটা বিশ্বকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি খুব ভাল একটি প্রতিযোগিতা হবে।’

Advertisement

গত পাঁচ বারের কমনওয়েলথ গেমসের মধ্যে চার বার তা আয়োজন করেছে অস্ট্রেলিয়া ও গ্রেট ব্রিটেন। ২০২৬ সালের প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব নিতে একমাত্র অস্ট্রেলিয়া এগিয়ে এসেছে। তাই তাদেরই ফের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভিক্টোরিয়ার চারটি অঞ্চল, গিলং, বেন্ডিগো, বালারাত ও গিপসল্যান্ডে হবে প্রতিযোগিতা।

এর আগে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে হয়েছিল কমনওয়েলথ গেমস। ২০১৮ সালে তা আয়োজনের দায়িত্ব পায় সে দেশেরই গোল্ড কোস্ট। ২০২২ সালে কমনওয়েলথ গেমস হবে ইংল্যান্ডের বার্মিংহামে। তার পরের বার ভিক্টোরিয়ায় হবে এই প্রতিযোগিতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement