australian open

অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েও সমস্যায় পড়েছেন জোকোভিচ

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৪:২৭
Share:

জিতেও সমস্যায় জোকোভিচ ছবি টুইটার

অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েও সমস্যায় নোভাক জোকোভিচ। পেশি ছিঁড়ে যাওয়ায় বেশ কিছু দিন মাঠের বাইরে কাটাতে হবে তাঁকে। দানিল মেদভেদের বিরুদ্ধে রবিবারই ফাইনালে ৭-৫, ৬-২, ৬-২ ব্যবধানে জয় পান জকোভিচ। তৃতীয় রাউন্ডের ম্যাচেই চোট পান তিনি। সেই চোট নিয়েই খেলতে থাকায় সমস্যা আরও বেড়েছে সার্বিয়ান এই তারকার।

Advertisement

জোকোভিচ বলেন, ‘‘তৃতীয় রাউন্ডের ম্যাচের পর এমআরআই করেছিলাম। তারপর আবার করলাম। প্রথমে চোট যতটা ছিল, তার তুলনায় এখন আরও বেড়েছে। আমি কিছু দিন সময় নেব, এই চোট সারিয়েই ফিরব। ’’

অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার আগে নিভৃতবাস শিথিল করার দাবি জানিয়েছিলেন জোকোভিচ। তবে চ্যাম্পিয়ন হয়ে এবার এই নিভৃতবাস নিয়ে প্রসংসার সুর শোনা গেল টেনিস তারকার গলায়। তিনি বলেন, ‘‘এটা দারুণ একটা অভিজ্ঞতা। আমি এটা মনে রাখব, আর এই নিভৃতবাসের ইতিবাচক দিক পেয়েছি। আমি অনেক কিছুই শিখেছি নিজের ব্যাপারে, শেষ পাঁচ ছয় সপ্তাহে। আমার মনে হয় শুধু মাঠে নয়, মাঠের বাইরেও যা হয়েছে, তা আমার এই জয়কে আরও মধুর করে তুলেছে।’’

Advertisement

নবম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সার্বিয়ায় ফিরে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন জকোভিচ। বলেন, ‘‘এর আগে আমি ডিস্কোতে বা নাইট ক্লাবে গিয়ে উদযাপন করতাম। কিন্তু এখন পরিস্থিতি আলাদা। তাই বাড়ির লোকের সঙ্গে উদযাপন করছি দিনটা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement