Ricky Ponting

সমুদ্র সৈকতে পন্টিং, মেলবোর্নে বাড়ি থেকে চুরি গেল গাড়ি

শুক্রবার পন্টিংয়ের মেলবোর্নের বাড়িতে চোর আসে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩১
Share:

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন পন্টিং। ছবি: রয়টার্স

চুরি রিকি পন্টিংয়ের বাড়িতে। শুক্রবার পন্টিংয়ের মেলবোর্নের বাড়িতে চোর আসে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের গাড়ি চুরি করে তারা। সেই সময় সপরিবার মেলবোর্নের সৈকতে সময় কাটাচ্ছিলেন পন্টিং।

Advertisement

পুলিশের তৎপরতায় যদিও সেই গাড়ি ফেরত পেয়েছেন পন্টিং। মেলবোর্নের ক্যাম্বারওয়েল থেকে গাড়ি খুঁজে পায় পুলিশ। ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই গাড়ি উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই দু’জন পুলিশকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাদের সন্দেহজনক মনে হওয়ায় ধাওয়া করে পুলিশ। সেই ২জন ব্যক্তিকে ধরতে না পারলেও গাড়িটি উদ্ধার করেছেন তাঁরা।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশেষজ্ঞ হিসেবে দেখা গিয়েছে পন্টিংকে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সম্প্রতি ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ সম্পর্কে পন্টিং বলেছিলেন, “সিরিজের এমন ফল দেখে আমি অবাক। ভারতের দ্বিতীয় সারির দলও বলা যাবে না এটাকে। ইশান্ত নেই, ভুবনেশ্বর নেই, রোহিত মাত্র দুটো ম্যাচ খেলল, তার পরেও অস্ট্রেলিয়ার সিরিজ হারা বেশ অবাক করল।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement