গুয়াহাটির নতুন ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে জাভাগল শ্রীনাথ। ছবি: পিটিআই।
বাংলাদেশ সফর শেষে ভারতে একদিনের সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। চট্টগ্রামে ম্যাচ শেষে সরাসরি ভারতে পৌঁছবে অস্ট্রেলিয়া। ১৭ সেপ্টেম্বর প্রথম ম্যাচ চেন্নাইয়ে। বাকি ম্যাচগুলি হবে কলকাতা (২১ সেপ্টেম্বর), ইনদওর (২৪ সেপ্টেম্বর), বেঙ্গালুরু (২৮ সেপ্টেম্বর) ও মাগপুর (১ অক্টোবর)। ওয়ান ডে সিরিজ শেষে অস্ট্রেলিয়া প্রথম টি২০ খেলতে উড়ে যাবে রাঁচী (৭ অক্টোবর), গুয়াহাটি (১০ অক্টোবর) ও হায়দরাবাদ (১৩ অক্টোবর)।
আরও পড়ুন
২০১৮তে ইংল্যান্ডে সিরিজ খেলবে ভারত
বাংলাদেশে টিম অস্ট্রেলিয়ার বাসে ইট, ভাঙল জানলা
এখনও এই সিরিজের বিস্তারিত ঘোষণা না হলেও ক্রিকইনফোর খবর অনুযায়ী লিমিটেড ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ থেকে সরাসরি ভারতে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিসিসিআই সরকারিভাবে এখনও এই সিরিজের কথা ঘোষণা করেনি। কারণ আইসিসির তরফে ভারতের নতুন দুই ভেন্যু গুয়াহাটি ও তিরুবনন্তপুরমকে এখনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি। যা খবর ইতিমধ্যেই ম্যাচ রেফারি হিসেবে প্রাক্তন ফাস্ট বোলার জাভাগল শ্রীনাথ সোমবারই গুয়াহাটির স্টেডিয়াম দেখে এসেছেন আইসিসির তরফে। তিনি কী রিপোর্ট দিয়েছেন তা এখনও জানা যায়নি। যদিও এই সূচিতে বেশ কিছু অদল-বদল হতে পারে।
অস্ট্রেলিয়া ভারতে শেষ লিমিটেড ওভারের সিরিজ খেলেছিল ২০১৩-১৪তে। শেষ টেস্ট সিরিজে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ২-১এ।