ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আর শক্তি পরীক্ষায় নামতে হবে না স্মিথদের। —ফাইল চিত্র।
করোনাভাইরাসের জন্য অক্টোবরের অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ স্থগিত করে দেওয়া হল। টাউন্সভিল, কেয়ার্নস ও গোল্ড কোস্টে ম্যাচগুলো হওয়ার কথা ছিল অক্টোবরের ৪, ৬ ও ৯ তারিখে। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ স্থগিত হয়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের আইপিএল খেলায় আর কোনও সমস্যা নেই। কোনও ভাবেই আর বিঘ্নিত হবে না আইপিএল।
আগের সূচি অনুযায়ী, চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ও শক্তি পরীক্ষার জন্য ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চেয়েছিল অস্ট্রেলিয়া।
কিন্তু আইসিসি-র মিটিংয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার ফলে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাও আর হচ্ছে না। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড মঙ্গলবার সিরিজ স্থগিত করার কথা ঘোষণা করেছে। ২০২১ বা ২০২২ সালে যখন স্থগিত হয়ে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ হবে, তার আগে এই সিরিজটা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: কুম্বলের সুনামি স্মৃতি: প্রাতরাশ করার সময়েই শুরু মারণ ঢেউ
এই সিরিজ স্থগিত হয়ে যাওয়ার ফলে দু’ দেশের ক্রিকেটারদের আইপিএল-এর মাঝপথে সংশ্লিষ্ট দল ছেড়ে চলে আসতে হবে না। ফ্র্যাঞ্চাইজিগুলোও কেইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নারদের মতো তারকা ক্রিকেটারদের সার্ভিস পাবে। সংযুক্ত আরব আমিরশাহিতে এ বার আইপিএল হচ্ছে। টুর্নামেন্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল হবে ১০ নভেম্বর।